প্রতিবেদন : বাংলায় টিকিট চাইতেই কাউন্টারের হিন্দিভাষী কর্মীর হুংকার, এত বাংলা-বাংলা করলে এটাও বাংলাদেশ হয়ে যাবে! খাস কলকাতার মেট্রো স্টেশনে বাংলা বলায় মেট্রোকর্মীর বিরুদ্ধে এমনই হেনস্থার অভিযোগ উঠেছিল কয়েকদিন আগে। তারপর থেকেই সমালোচনার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। এবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশন থেকে ঘটনার তীব্র নিন্দা করলেন মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-অভয়ার মঞ্চ ব্যবহারের রাজনীতি এসইউসিআইয়ের নিশানায় সিপিএম
এই নিয়ে কাউন্সিলর অরূপ চক্রবর্তীর প্রস্তাবের জবাবে মেয়র বলেন, আমরা বাংলায় থাকি। রাজ্য সঙ্গীত হিসেবে ‘বাংলার মাটি বাংলার জল’ গাই। এই ভাষাটা বাংলাদেশের একার নয়, আমাদের ভারতেরও একটা ভাষা। তাই সমস্ত সরকারি কর্মচারীকে এই ভাষার সম্মান রাখতে হয়। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তীব্র ধিক্কার জানাই। কেন্দ্রের কাছে প্রস্তাব রাখব, এধরনের কথা যাঁরা বলেন তাঁদের যেন কোনও পাবলিক ইন্টার্যাকশনের মধ্যে না রাখা হয়। এদের আসলে থাকা উচিত চিড়িয়াখানায়। কারণ, এঁরা মানুষের পর্যায়ে পড়ে না। মহানাগরিকের আরও বক্তব্য, এই ঘটনা নিয়ে আমি রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরকে জানাব, চিঠিও পাঠাব। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করব যাতে মেট্রো রেলকে অবিলম্বে বলা হয় টিকিট কাউন্টারে বসানো হোক যাঁরা অনেকগুলি ভাষা জানেন। যাতে বাংলা, হিন্দি, ইংরেজি-সহ যেকোনও ভাষায় যাত্রীরা কথা বললেও তাঁদের হেনস্থা না হতে হয়। আমাদের পুরসভারও বহু ভাষায় পরিষেবা দেওয়ার ব্যবস্থা রয়েছে।