প্রতিবেদন : জুনিয়র দল নামিয়ে এএফসি কাপে নিয়মরক্ষার ম্যাচেও হার মোহনবাগানের। লড়াই করেও মালদ্বীপের মালেতে মাজিয়া এসআরসি-র কাছে ০-১ গোলে হার সবুজ-মেরুনের (Maziya- Mohun Bagan)। খেলার ৪০ মিনিটে মাজিয়ার হয়ে অনবদ্য জয়সূচক গোলটি করেন হাসান রইফ আহমেদ। ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়ে শেষ করল মোহনবাগান। বসুন্ধরা কিংস ও ওড়িশা এফসি-র কাছে হেরে আগেই এএফসি কাপ থেকে ছিটকে গিয়েছিল মোহনবাগান (Maziya- Mohun Bagan)। তাই বিদেশি ও ভারতীয় তারকাদের ছাড়াই মাত্র ১৩ জন ফুটবলার নিয়ে মালদ্বীপে মাজিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলতে গিয়েছিল সবুজ-মেরুন। কোচ জুয়ান ফেরান্দোও যাননি। দায়িত্বে ছিলেন স্প্যানিশ কোচের সহকারী ক্লিফোর্ড মিরান্ডা। মাজিয়া অবশ্য চার বিদেশি নিয়েই এদিন খেলে। তাদের বিরুদ্ধে সুহেল ভাট, টাইসন সিং, আর্শ আনোয়াররা লড়াই করেছেন। মাজিয়া গোল পাওয়ার আগেই সহজতম সুযোগ নষ্ট করে মোহনবাগান। একা মাজিয়া গোলকিপারকে সামনে পেয়েও বল জালে জড়াতে পারেননি সুহেল।
দ্বিতীয়ার্ধে মাজিয়ার দাপটই বেশি ছিল। তবে হাসানের জয়সূচক গোলটি অসাধারণ। বক্সের কিছুটা বাইরে থেকে বাঁক খাওয়ানো কোনাকুনি শটে পরাস্ত করেন বাগান গোলকিপারকে। দ্বিতীয়ার্ধে মোহনবাগান কোচ ফারদিন আলিকে নামিয়ে আক্রমণে জোর বাড়ানোর চেষ্টা করলেও তাতে লাভ হয়নি। এদিন ওড়িশা এফসি মোর্তাদা ফলের গোলে বসুন্ধারা কিংসকে হারিয়ে পরের রাউন্ডে উঠল।