ফ্রান্সের অধিনায়ক এমবাপে

২৪ বছর বয়সি এমবাপে দেশের হয়ে ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জিতেছেন। কাতার বিশ্বকাপেও দুর্দান্ত খেলে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন।

Must read

প্যারিস, ২১ মার্চ : হুগো লরিসের উত্তরসূরি হিসেবে ফ্রান্সের নতুন অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, জাতীয় দলের কোচ দিয়িয়ের দেশঁর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাতার বিশ্বকাপের পরেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন দীর্ঘদিন ধরে ফ্রান্সকে নেতৃত্ব দেওয়া লরিস।

আরও পড়ুন-উত্তরে বাড়বে বৃষ্টি কমে যাবে দক্ষিণে

শুক্রবার (২৫ মার্চ) ইউরোর যোগ্যতা অর্জন পর্বে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স। আর সেই ম্যাচেই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করবে ফরাসি ফুটবল। পাশাপাশি রাফায়েল ভারানও অবসর নিয়েছেন। তাই সহ-অধিনায়ক হচ্ছেন আতোঁয়া গ্রিজম্যান।
২৪ বছর বয়সি এমবাপে দেশের হয়ে ইতিমধ্যেই একটি বিশ্বকাপ জিতেছেন। কাতার বিশ্বকাপেও দুর্দান্ত খেলে ফ্রান্সকে ফাইনালে তুলেছিলেন। কিন্তু ফাইনালে হ্যাটট্রিক করেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেননি। আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ফ্রান্সকে।

আরও পড়ুন-ক্যাপসির দাপটে ফাইনালে দিল্লি, জিতেও এলিমিনেটর খেলতে হবে হরমনদের

যদিও ৮ গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হিসেবে সোনার বুট জিতেছিলেন এমবাপে। জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত ৬৬টি ম্যাচ খেলে ৩৬ গোল করেছেন। নতুন দায়িত্ব পেয়ে এবার এমবাপে কতটা সফল হন সেটাই দেখার।

Latest article