প্যারিস, ১৬ অক্টোবর : ছিলেন না মেসি। নেই নেইমারও। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে যাওয়ায় ছিলেন না পারেদেস, মার্কিনিওস, ডি মারিয়া, নাভাসরাও। ফলে এঁদের কাউকেই শুক্রবার লিগ ওয়ানের ম্যাচে পায়নি পিএসজি। মেসি-নেইমার-ডি মারিয়াহীন দলের হাল ধরতে ভরসা ছিলেন কিলিয়ান এমবাপে। সেই ফরাসি তারকার সৌজন্যেই অঁজার্সের বিরুদ্ধে ২-১ গোলে জিতে মাঠ ছেড়েছে পিএসজি।
ম্যাচের শেষ লগ্নে পেনাল্টি থেকে গোল করে পিএসজি-কে জয় এনে দিয়েছেন এমবাপে। এই জয়ে ১০ ম্যাচ শেষে যথারীতি শীর্ষেই রইল ফরাসি জায়ান্টরা। ৯টি জয় তুলে নিয়ে তাদের পয়েন্ট ২৭।
আরও পড়ুন-জোড়া প্রস্তুতি ম্যাচে জয়, লাল-হলুদে নজরে আমির
মেসি-নেইমারহীন পিএসজি-কে আক্রমণাত্মক ছকে মাঠে নামিয়েছিল কোচ মরিসিও পোচেত্তিনো। ৪-৪-২ ছকে আক্রমণভাগে এমবাপের সঙ্গে জুটি বেঁধেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দি। প্রথমে গোল করে পিএসজি-কে চমকে দিয়েছিল অঁজার্স। ৩৬ মিনিটে ফরাসি স্ট্রাইকার অ্যাঞ্জেলো ফুলগিনির করা গোলে এগিয়ে যায় তারা। এই গোল পিএসজি রক্ষণের দূর্বলতাই সামনে নিয়ে আসে। তাদের আক্রমণভাগের মতো জমাট নয় রক্ষণ। তবে ম্যাচের বাকি সময় পিএসজি রক্ষণ আর সেভাবে ভুল করেনি। ৬৯ মিনিটে দানিলো পেরেইরার গোলে খেলায় সমতা ফেরায় পিএসজি। তবে এই গোলের কারিগর সেই এমবাপে। তাঁর দুর্দান্ত একটি ক্রস থেকেই হেডে গোল করেন দানিলো। এরপর ৮৭ মিনিটে এমবাপের জয়সূচক গোল। ফরাসি তারকার পেনাল্টি থেকে করা গোলেই পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।