দোহা, ১২ ডিসেম্বর : আর মাত্র চারটে ম্যাচ। তার পরেই স্পষ্ট হয়ে যাবে কাতার বিশ্বকাপ জিতবে কোনও দল। পাশাপাশি জোর চর্চা চলছে সোনার বুট কে জিতবেন, তা নিয়েও। আর এই লড়াইটা মূলত কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি এবং অলিভার জিরু, এই ত্রয়ীর মধ্যে। ৫টি গোল করে এই মুহূর্তে সর্বোচ্চ গোলদাতাদের তালিকার এক নম্বরে রয়েছেন এমবাপে। ফরাসি তারকা গ্রুপ লিগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি গোল করেছিলেন। দ্বিতীয় ম্যাচে ডেনমার্কের বিরুদ্ধে করেছিলেন জোড়া গোল। প্রি-কোয়ার্টার ফাইনালে পোল্যান্ডের বিরুদ্ধে ফের জোড়া গোল এসেছিল এমবাপের পা থেকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে গোল পাননি। বুধবার মরক্কোর বিরুদ্ধে এমবাপে কী করেন, তা দেখার জন্য মুখিয়ে রয়েছে ফুটবল দুনিয়া।
আরও পড়ুন-কাতারে এসেও টের পাচ্ছি, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল!
মেসি এবং ফরাসি স্ট্রাইকার জিরু করেছেন চারটি করে গোল। গ্রুপ লিগে সৌদি আরব ও মেক্সিকোর বিরুদ্ধে একটি করে গোল করেছিলেন মেসি। এরপর প্রি-কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালেও একটি করে গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে বিশ্বকাপ শুরু করেছিলেন জিরু। এরপর পোল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একটি করে গোল করেছেন। এই তিনজন ছাড়া দু’টি করে গোল রয়েছে আর্জেন্টিনার জুলিয়ান আলবারেস, ক্রোয়েশিয়ার আন্দ্রে ক্রামারিচ ও মরক্কোর ইউসুফ এন নেসিরির। এঁদের সামনেও সুযোগ থাকছে গোলসংখ্যা বাড়িয়ে নেওয়ার।