শেয়ার বাজারে দুর্নীতি নিয়ে মুম্বইয়ে সেবি-র (SEBI) দফতরের বাইরে তৃণমূল, শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপির (শরদ গোষ্ঠী) নেতাদের প্রতিবাদ এবং স্লোগান। প্রতিবাদ চলাকালী নেতাদের হাতে প্ল্যাকার্ডে লেখা ছিল, সেবির উচিত বিনিয়োগকারীদের রক্ষা করা। কিন্তু সেবি বিজেপিকে রক্ষা করে। এক্সিট পোল কেলেঙ্কারির তদন্ত চাই।
মঙ্গলবার কেন্দ্রীয় শেয়ার বাজার নিয়ন্ত্রক বোর্ড সেবি-র (SEBI) প্রধানের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল সাংসদ এবং শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপি (শরদ গোষ্ঠী) নেতারা। সেবি-র তরফে এর তদন্ত হবে বলে জানানো হয়েছে। সেবি-র প্রধানের সঙ্গে বৈঠকের পর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ জানিয়েছেন, “আমরা প্রয়োজনে সংসদে যাব। এটা সবে শুরু। ছোট, মধ্যবিত্ত, ‘আম আদমি’ বিনিয়োগকারীরা ৩০ লক্ষ কোটি টাকা হারিয়েছেন। এর জন্য দায়ী কে?”
আরও পড়ুন- নাবালিকার যৌন হেনস্থা মামলায় ৩ ঘণ্টা ধরে সিআইডির জেরার মুখে বিজেপির ইয়েদুরাপ্পা
এদিকে শিবসেনার (উদ্ধব গোষ্ঠী) নেতা অরবিন্দ সাওয়ান্ত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, “সুপ্রিম কোর্ট সেবিকে বিষয়টি তদন্ত করতে বলেছে। এবার একটি তদন্ত হোক। সাধারণ মানুষের এর থেকে ফল পাওয়া উচিত। এটি একটি রাজনৈতিক প্রতারণা কারণ আমাদের দেশের নেতারা এতে জড়িত।”