মর্গ্যানের ব্যাট থেকে রান চান ম্যাকালাম, আজ সামনে সানরাইজার্স

Must read

দুবাই, ২ অক্টোবর : একটা হার। আর তাতেই ধাক্কা খেয়েছে নাইটদের প্লে-অফে খেলার স্বপ্ন। ১২ ম্যাচে ১০ পয়েন্ট পেয়ে চার নম্বরে রয়েছে কেকেআর। নেট রানরেটে ভাল জায়গায় থাকলেও, প্লে-অফে ওঠার জন্য শেষ দুই ম্যাচে জিততেই হবে ইওন মর্গ্যানদের।
এই পরিস্থিতিতে রবিবার ফের বাইশ গজে নামছে নাইটরা। এবার সামনে সানরাইজার্স হায়দরাবাদ। যারা অনেক আগেই চারের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে পচা শামুকে যাতে পা না কাটে, তার জন্য সতর্ক কেকেআর শিবির।

আরও পড়ুন-স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাল প্রাক্তন ছাত্র, গুরুতর জখম প্রিন্সিপাল

এদিকে, পাঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের জন্য ব্রেন্ডন ম্যাকালাম দায়ী করছেন আন্দ্রে রাসেলের অভাবকে। কেকেআর কোচের বক্তব্য, ‘‘রাসেলের মতো বিশ্বমানের অলরাউন্ডার খেলতে না পারলে, দলের ভারসাম্য নষ্ট হবেই। আগের দিন মনে হয়েছিল একজন ব্যাটসম্যান কম। তাই পাঞ্জাব ম্যাচে বাড়তি ব্যাটসম্যান খেলানো হয়েছে। একই সঙ্গে ভেঙ্কটেশ আইয়ারকে বোলার হিসেবে কাজে লাগানোর পরিকল্পনা ছিল। দারুণ ব্যাটিংয়ের পাশাপাশি ও খুব ভাল বল করেছে। তবে আবারও বলছি, রাসেলের না খেলাটা বড় ফ্যাক্টর।’’
একই সঙ্গে অধিনায়ক মর্গ্যানের ব্যাট থেকে বড় রান চাইছেন কেকেআর কোচ। ম্যাকালাম বলেন, ‘‘মর্গ্যান দারুণ নেতৃত্ব দিচ্ছে। তবে ওর ব্যাট থেকে রান চাই। মর্গ্যানও জানে দলের জন্য ওর রান পাওয়া কতটা জরুরি।’’
মর্গ্যান আবার হারের জন্য নিজেদের খারাপ ফিল্ডিংকে দায়ী করছেন। তাঁর সাফ কথা, ‘‘আমরা খুব খারাপ ফিল্ডিং করেছি। একগাদা ক্যাচ মিস করেছি। ব্যাটসম্যানরা স্কোরবোর্ডে ভালই রান তুলেছিল। তবে ক্যাচ ফসকানোর জন্যই ম্যাচটা হারতে হল।’’ তবে প্লে-অফে খেলার আশা ছাড়ছেন না নাইটদের নেতা। বরং তিনি বলছেন, ‘‘আমাদের হাতে এখনও দুটো ম্যাচ রয়েছে। এই দু’টি ম্যাচ জিততে হবে।’’
এদিকে, কেকেআর বনাম পাঞ্জাব ম্যাচে রাহুল ত্রিপাঠীর ধরা ক্যাচ থার্ড আম্পায়ার বাতিল করার বিরক্ত গৌতম গম্ভীর। পাঞ্জাব ইনিংসের ১৯তম ওভারের তৃতীয় বলে শিবম মাভির বলে কেএল রাহুলের ক্যাচ বাউন্ডারি সীমানার সামনে ঝাঁপিয়ে পড়ে লুফেছিলেন ত্রিপাঠী। যদিও বেশ কয়েকবার রিপ্লে দেখে রাহুলকে নটআউট বলে ঘোষণা করেন থার্ড আম্পায়ার। এই সিদ্ধান্তকে হাস্যকর বলছেন গম্ভীর

Latest article