প্রতিবেদন : করোনা-কাল পার করে আজ সোমবার থেকে ফের একবার হাম, রুবেলার বিরুদ্ধে সর্বাত্মক টিকাকরণ অভিযান শুরু করতে চলেছে রাজ্য সরকার। গোটা রাজ্যে এই হাম–রুবেলা টিকাকরণ কর্মসূচি শুরু হতে চলেছে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। ৯ মাসের শিশু থেকে শুরু করে ১৫ বছর বয়স পর্যন্ত যে কেউ বিনামূল্যে এই টিকা পেতে পারে।
আরও পড়ুন-যাত্রীর গায়ে প্রস্রাব নিয়ে মুখ খুললেন টাটা সন্সের চেয়ারম্যান
পুরোপুরি বিনামূল্যে এই টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। কলকাতায় ১০ লক্ষ এবং রাজ্যে ২ কোটি ৩৩ লক্ষ শিশুকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। কলকাতায় স্কুলগুলিতে টিকাকরণের ওপর জোর দেওয়া হচ্ছে। কলকাতা পুর-এলাকায় আড়াই হাজার স্কুলে চলবে টিকাকরণ কর্মসূচি। অন্যদিকে, জেলাগুলিতে সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং হাসপাতালে এই টিকা দেওয়া যাবে। হামে আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।