৬ লক্ষ শিশু-কিশোরের হাম-রুবেলা টিকাকরণ

পশ্চিম বর্ধমান জেলায় রুবেলা মিজলস বা রুবেলা হামের প্রতিষেধক টিকাকরণ শুরু হবে ৯ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।

Must read

সংবাদদাতা, আসানসোল : পশ্চিম বর্ধমান জেলায় রুবেলা মিজলস বা রুবেলা হামের প্রতিষেধক টিকাকরণ শুরু হবে ৯ জানুয়ারি। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান জেলাশাসক এস অরুণ প্রসাদ। জেলাশাসকের দফতরে আয়োজিত সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘স্বাস্থ্য দফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই টিকাকরণ কর্মসূচি হবে। জেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রায় ৬ লক্ষ শিশু-কিশোরকে এই প্রতিষেধক কর্মসূচির আওতায় আনা হবে।

আরও পড়ুন-২৬ লাখের রেকর্ড বিক্রি হল জেলা সবলা মেলায়

জেলায় মোট ২২৮৬টি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি হাসপাতালে এই কর্মসূচি চলবে। এ ছাড়াও ৯১৫টি সেশন সাইট বা একদিবসীয় ক্যাম্পের মাধ্যমেও জেলার সব শিশুকে এই টিকা দেওয়া হবে।’ তিনি বলেন, ‘যেসব পড়ুয়া কোনও কারণে ড্রপ আউট হয়েছে, তাদেরও যাতে এই কর্মসূচিতে যুক্ত করা যায়, সে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। দুমাস আগে থেকেই চলছে প্রস্তুতিপর্ব। ব্লক স্তরের প্রশাসনিক কর্তাব্যক্তিরা সংশ্লিষ্ট ব্লকে এই কর্মসূচির উপর নজরদারি রাখবেন। যেসব শিশুর রুটিন টিকাকরণ চলছে, তার সঙ্গেই রুবেলা-হামের টিকাকরণ করা যাবে।’

Latest article