কোভিড রুখতে সতর্কতা সংশোধনাগারে

ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। করোনা সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে রাজ্যের সংশোধনাগারগুলি।

Must read

প্রতিবেদন : ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। করোনা সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠতে পারে রাজ্যের সংশোধনাগারগুলি। এই কারণে করোনা সংক্রমণ রুখতে কঠোর ব্যবস্থা চালু হল প্রতিটি সংশোধনাগারে। সংশোধনাগার হাসপাতালও যথেষ্ট সতর্ক রয়েছে বলে কারাদফতর সূত্রের খবর। জানা গিয়েছে, পুলিস হেফাজত থেকে আসা নতুন কোনও বন্দি সংশোধনাগারে এলেই তাঁর কোভিড পরীক্ষার পাশাপাশি প্রথমে তাঁদের সাধারণ সেলের পরিবর্তে রাখা হবে একটি বিশেষ সেলে। সেখানে কয়েকদিন থাকার পর তাঁদের ফিরিয়ে দেওয়া হবে সাধারণ সেলে।

আরও পড়ুন-তৃণমূল বিশুদ্ধ লোহা, যত তাতাবে তত শক্তিশালী হবে: আক্রান্ত কর্মীদের সঙ্গে সাক্ষাত করে বার্তা অভিষেক

এর পাশাপাশি ঠিক হয়েছে, প্রতিটি সেলে প্রতিদিন নিয়ম মেনে দু’বার করে স্যানিটাইজ করা হবে। সংশোধনাগারের প্রতিটি সেল ও সংশোধনাগার চত্বরে যাতে কোনওভাবে নোংরা‑আবর্জনা জমে না থাকে, তার জন্য সবরকমের ব্যবস্থা গ্রহণ করা হবে। খুব প্রয়োজন ছাড়া যে কোনও ব্যক্তিকে সংশোধনাগারের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না। এমনকী কোনও বন্দি হঠাৎ অসুস্থবোধ করলে তাঁর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হবে। এদিকে, সংশোধনাগারের ভিতরে চলে বন্দিদের নানা হাতের কাজ। সেক্ষেত্রে রুটিনের কোনও হেরফের ঘটবে কি? উত্তরে শহরের এক সংশোধনাগার আধিকারিক বললেন, পরিস্থিতি অনু্যায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন-অথ রাজ্যপাল কথা

সব মিলিয়ে কোনও অবস্থাতাতেই যাতে সংশোধনাগারের চার দেওয়ালের মধ্যে সংক্রমণ বাসা বাঁধতে না পারে, সেই বিষয়ে কর্তৃপক্ষ যথেষ্ট সর্তক রয়েছে বলে কারাদফতর সূত্রে জানা গিয়েছে। সংশোধনাগারের এক আধিকারিককে প্রশ্ন করা হয়, এর আগেও রা‌জ্যের বেশ কয়েকটি সংশোধনাগারে বন্দিরা করোনায় আক্রান্ত হয়েছিলেন। আধিকারিকের বক্তব্য, প্রতিটি ক্ষেত্রেই এই বিষয়ে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। কিছু ক্ষেত্রে বন্দিকে সংশোধনাগার হাসপাতাল থেকে আরও সুষ্ঠু চিকিৎসার জন্য পাঠানো হয় সরকারি হাসপাতালে।

Latest article