জাতীয়

ডিজিটাল ডেটা সুরক্ষা আইন থেকে পেশাগত কাজ বাদ রাখার দাবি জানালেন মিডিয়াকর্মীরা

প্রতিবেদন: মিডিয়াকর্মীদের পেশাগত অধিকার সুরক্ষিত রাখার দাবি। প্রেস ক্লাব অব ইন্ডিয়া, কলকাতা প্রেস ক্লাব, গুয়াহাটি প্রেস ক্লাব, আগরতলা প্রেস ক্লাব, শিলং প্রেস ক্লাব, অরুণাচল প্রেস ক্লাব-সহ দেশের ২১টি সাংবাদিক সংগঠন এবং এক হাজারেরও বেশি সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার এবং ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি যৌথ স্মারকলিপি জমা দেওয়া হল। এই স্মারকলিপিতে ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (ডিপিডিপি) আইন থেকে সাংবাদিকদের পেশাগত কাজ (প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক) বাদ রাখার জোরালো দাবি জানানো হয়েছে। প্রেস ক্লাব এই স্মারকলিপিটি তৈরি করেছে সাংবাদিকতা, তথ্য অধিকার এবং ব্যক্তিগত ডেটা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা ও বিধান নিয়ে আইন বিশেষজ্ঞ এবং ডেটা সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ পর্যালোচনার পর। পিসিআই’র বিশ্লেষণে দেখা গিয়েছে, এই আইন ভারতের সংবিধানের ১৯ (১) (ক) ও ১৯ (১) (গ) অনুচ্ছেদে সংরক্ষিত মতপ্রকাশ ও মিডিয়াকর্মীদের পেশার স্বাধীনতার পরিপন্থী। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, আইন প্রণয়নের খসড়া পর্যায়ে সাংবাদিকতার কাজকে আইনটির আওতার বাইরে রাখা হলেও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রকের পদক্ষেপে সেটিকে আবার এই আইনের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়। স্মারকলিপিটি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর প্রধান মহাপরিচালক (পিডিজি ) ধীরেন্দ্র ওঝার মাধ্যমে মন্ত্রীর দফতরে জমা দেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী এবং মহাসচিব নীরজ ঠাকুর। গৌতম লাহিড়ী জানান, আমরা আশাবাদী যে মাননীয় মন্ত্রী আমাদের যুক্তি বিবেচনা করে সাংবাদিকদের পেশাগত কাজকে আইনটির আওতা থেকে বাদ দেবেন। এই স্মারকলিপি একটি বৃহৎ স্বাক্ষর অভিযানের অংশ, যা প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ২০২৫ সালের মে মাসে শুরু করে। এই অভিযানের লক্ষ্য, ডিপিডিপি আইনটি এমনভাবে সংশোধন করা যাতে তা সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। প্রেস ক্লাব অব ইন্ডিয়া ২১টি সহযোগী সংবাদ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা সাংবাদিকতার পেশাগত স্বাধীনতা রক্ষার এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।প্রতিবেদন: মিডিয়াকর্মীদের পেশাগত অধিকার সুরক্ষিত রাখার দাবি। প্রেস ক্লাব অব ইন্ডিয়া, কলকাতা প্রেস ক্লাব, গুয়াহাটি প্রেস ক্লাব, আগরতলা প্রেস ক্লাব, শিলং প্রেস ক্লাব, অরুণাচল প্রেস ক্লাব-সহ দেশের ২১টি সাংবাদিক সংগঠন এবং এক হাজারেরও বেশি সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের পক্ষ থেকে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার এবং ইলেকট্রনিক্স মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে একটি যৌথ স্মারকলিপি জমা দেওয়া হল। এই স্মারকলিপিতে ২০২৩ সালের ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন (ডিপিডিপি) আইন থেকে সাংবাদিকদের পেশাগত কাজ (প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক) বাদ রাখার জোরালো দাবি জানানো হয়েছে। প্রেস ক্লাব এই স্মারকলিপিটি তৈরি করেছে সাংবাদিকতা, তথ্য অধিকার এবং ব্যক্তিগত ডেটা সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা ও বিধান নিয়ে আইন বিশেষজ্ঞ এবং ডেটা সুরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে দীর্ঘ পর্যালোচনার পর। পিসিআই’র বিশ্লেষণে দেখা গিয়েছে, এই আইন ভারতের সংবিধানের ১৯ (১) (ক) ও ১৯ (১) (গ) অনুচ্ছেদে সংরক্ষিত মতপ্রকাশ ও মিডিয়াকর্মীদের পেশার স্বাধীনতার পরিপন্থী। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, আইন প্রণয়নের খসড়া পর্যায়ে সাংবাদিকতার কাজকে আইনটির আওতার বাইরে রাখা হলেও বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রকের পদক্ষেপে সেটিকে আবার এই আইনের অন্তর্ভুক্ত করা হচ্ছে, যা গভীর উদ্বেগের বিষয়। স্মারকলিপিটি প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি)-এর প্রধান মহাপরিচালক (পিডিজি ) ধীরেন্দ্র ওঝার মাধ্যমে মন্ত্রীর দফতরে জমা দেন প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ী এবং মহাসচিব নীরজ ঠাকুর। গৌতম লাহিড়ী জানান, আমরা আশাবাদী যে মাননীয় মন্ত্রী আমাদের যুক্তি বিবেচনা করে সাংবাদিকদের পেশাগত কাজকে আইনটির আওতা থেকে বাদ দেবেন। এই স্মারকলিপি একটি বৃহৎ স্বাক্ষর অভিযানের অংশ, যা প্রেস ক্লাব অফ ইন্ডিয়া ২০২৫ সালের মে মাসে শুরু করে। এই অভিযানের লক্ষ্য, ডিপিডিপি আইনটি এমনভাবে সংশোধন করা যাতে তা সাংবাদিক ও চিত্রসাংবাদিকদের কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে। প্রেস ক্লাব অব ইন্ডিয়া ২১টি সহযোগী সংবাদ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে, যারা সাংবাদিকতার পেশাগত স্বাধীনতা রক্ষার এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

আরও পড়ুন: প্রথম ভারতীয় নভশ্চর হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে শুভাংশু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

12 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

21 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

46 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago