সিসি ক্যামেরায় ডাক্তারি পরীক্ষা, রুমে ঢোকার আগে ‘বডি ফ্রিসকিং’

এদিন ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন ইনভিজিলেটর থাকবে। কলেজের অধ্যক্ষ, অধিকর্তা এবং ডিন একমাত্র সেন্টার ইনচার্জ হতে পারবেন।

Must read

প্রতিবেদন : সিসি ক্যামেরার নজরদারিতে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে ডাক্তারির স্নাতকোত্তর স্তরের পরীক্ষা। এই প্রথম সম্পূর্ণ লাইভ স্ট্রিমিং-এর আওতায় পরীক্ষার ব্যবস্থাপনা করা হচ্ছে। একগুচ্ছ নিয়মাবলি মেনে এবার পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। নজরদারিতে থাকবেন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা।
আরজি কর মেডিক্যাল কলেজের ঘটনার পর স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নয়া স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর। মেনে বিশেষ সতর্কতার সঙ্গে পরীক্ষার আয়োজন করেছে। পরীক্ষা শুরুর বেশ কিছুটা আগেই শ্রেণিকক্ষে প্রবেশ করতে হবে ছাত্র-ছাত্রীদের। পরীক্ষা কক্ষে প্রবেশের আগে হবে ‘বডি ফ্রিসকিং’। অর্থাৎ বিমানবন্দরে উড়োজাহাজে ওঠার আগে যেভাবে তল্লাশি চলে, সেই কায়দায় পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের। মোবাইল, ইলেকট্রনিক গ্যাজেট, কাগজের টুকরো নিয়ে পরীক্ষা কক্ষে প্রবেশ রুখতেই এই ব্যবস্থা।

আরও পড়ুন-বিশ্বে এই প্রথম, যৌনকর্মীদের সামাজিক সুরক্ষা বেলজিয়ামে

গত ২১ নভেম্বর শনিবার পরীক্ষা পরিচালনা সংক্রান্ত একটি ‘এসওপি’ জারি করা হয় স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে। নয়া এসওপি অনুযায়ী পরীক্ষা শেষের এক ঘণ্টার মধ্যে উত্তরপত্র নির্দিষ্ট বাক্সে ঢুকিয়ে ডিজিটাল লক করতে হবে। এবং তা তুলে দিতে হবে ডাক বিভাগের হাতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি স্বচ্ছ পরীক্ষা ব্যবস্থা চালু করতে প্রস্তাব জমা দিয়েছিল। সেই প্রস্তাবমাফিক ‘এসওপি’ তৈরি হয়।

আরও পড়ুন-ট্রাম্প-প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে ভারতীয় বংশোদ্ভূত কাশ্যপ

এদিন ২৫ জন পরীক্ষার্থী পিছু একজন ইনভিজিলেটর থাকবে। কলেজের অধ্যক্ষ, অধিকর্তা এবং ডিন একমাত্র সেন্টার ইনচার্জ হতে পারবেন। তা না হলে তাঁদেরই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রফেসর পদমর্যাদার কোনও একজন চিকিৎসককে নির্দিষ্ট করে দিতে হবে সেন্টার ইনচার্জ হিসেবে। পরীক্ষা কক্ষে দুই সারির মাঝে নির্দিষ্ট ফাঁক রাখতে হবে। কোনও ভাবেই আরএমও, ডেমনস্ট্রেটর, অ্যাসিস্ট্যান্ট ও অ্যাসোসিয়েট প্রফেসর, প্রফেসর পদমর্যাদার চিকিৎসকরা ছাড়া অন্য কেউ ইনভিজিলেটর হতে পারবেন না।

Latest article