অবহেলায় ডাক্তারি ছাত্রের মৃত্যু, বিক্ষোভ সহপাঠীদের

মৃত প্রিয়রঞ্জন সিংয়ের বাড়ি বিহারের গয়ায়। তিনি মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সোমবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ

Must read

প্রতিবেদন : বিশেষভাবে সক্ষমদের জন্য কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অর্থোপেডিক হাসপাতালের হস্টেলে মেডিক্যাল পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার তীব্র উত্তেজনা ছড়াল বনহুগলিতে। মৃত প্রিয়রঞ্জন সিংয়ের বাড়ি বিহারের গয়ায়। তিনি মেডিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। সোমবার রাতে হস্টেলের ঘর থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ।

আরও পড়ুন-জনমুখী প্রকল্পের প্রসারে অভিনব পার্ক হাওড়ায়

চিকিত্সা পরিষেবা না পেয়ে মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হন পড়ুয়ারা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এলে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সোমবার রাতে হাসপাতাল লাগোয়া বয়েজ হস্টেলে সহপাঠীরা দেখতে পান, ওই পড়ুয়া আত্মহত্যার চেষ্টা করছেন। দরজা ভেঙে তাঁকে নামিয়ে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিত্সকরা জানিয়ে দেন, আগেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের। প্রতিবন্ধীদের ওই হাসপাতালে জরুরি পরিষেবা ও অ্যাম্বুল্যান্স না থাকার বিরুদ্ধে শুরু হয় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ এবং স্লোগান। যদিও হাসপাতালের ডিরেক্টর পি পি মোহান্তি বলেন, ‘‘ঘটনার তদন্ত হবে। সত্যিই আমাদের হাসপাতালে অ্যাম্বুল্যান্স নেই, কিন্তু যথাযথ পরিষেবা রয়েছে। আমি চাই ডাক্তারি পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসে সমাধান বের করতে।’’

Latest article