মেদিনীপুর কলেজ হবে স্বশাসিত

শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন ও পরিকাঠামোগত সংস্কারের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর আমলেই প্রেসিডেন্সি কলেজ পেয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদা

Must read

প্রতিবেদন : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়ন ও পরিকাঠামোগত সংস্কারের পক্ষে সওয়াল করেন মুখ্যমন্ত্রী। তাঁর আমলেই প্রেসিডেন্সি কলেজ পেয়েছে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের মর্যাদা। এবার ঐতিহ্যমণ্ডিত মেদিনীপুর কলেজকেও স্বশাসনের অধিকার দিতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে তিনি জানান, গৌরবের কথা যে, মেদিনীপুর কলেজের ১৫০ বছর পূর্তি হবে। কলেজের তরফে আমার কাছ থেকে দু’টি জিনিস চাওয়া হয়েছিল। এক, পরিস্রুত পানীয় জল।

আরও পড়ুন-কেন্দ্রের বিরুদ্ধে সরব আইএনটিটিইউসি

দুই, শিক্ষাপ্রতিষ্ঠানটিকে স্বশাসিত সংস্থার মর্যাদা। প্রথম দাবি অর্থাৎ, পানীয় জলের সমস্যার সমাধান এদিন তৎক্ষণাৎ বৈঠকেই করে দিলেন মুখ্যমন্ত্রী। জানিয়ে দিলেন, শুধুমাত্র মেদিনীপুর কলেজের চাহিদা মেটাতে একটি পৃথক জলাধার তৈরি হবে। দ্বিতীয় দাবি অর্থাৎ, স্বশাসিত সংস্থার মর্যাদা সম্পর্কে তিনি জানান, এই কাজ তো চটজলদি করা যায় না। এর জন্য বিধানসভায় বিল পাশ করাতে হবে। তবে, আমরা ওই বিল পাশ করিয়ে নেব। যদিও এরপরই তিনি রাজভবনের দিকে তোপ দাগেন। বলেন, বিধানসভায় পাশ হলেও ওই বিল লাটসাহেবের কাছে যাবে। তিনি সই করলে তবেই স্বায়ত্তশাসনের মর্যাদা পাবে।

Latest article