গণনার প্রস্তুতি বৈঠক

জলপাইগুড়িতে‌ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে রয়েছে স্ট্রংরুম। সেখানেই আজ, মঙ্গলবার হবে গণনার কাজ

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি: গণনার (counting) আগে তৃণমূলের প্রস্তুতি বৈঠক হয় জলপাইগুড়িতে। তৃণমূলের জেলা দফতরে এই বৈঠকে ছিলেন মন্ত্রী বুলুচিক বরাইক, শিলিগুড়ির মেয়র‌গৌতম দেব, তৃণমূলের জলপাইগুড়ি জেলা চেয়ারম্যান খগেশ্বর‌ রায়, জেলা সভানেত্রী মহুয়া গোপ, বিধায়ক ডাঃ প্রদীপকুমার বর্মা সহ অন্যান্য নেতা-কর্মীরা।

আরও পড়ুন-সুনীলকে জয় উপহার দিতে চান শুভাশিস

জলপাইগুড়িতে‌ উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে রয়েছে স্ট্রংরুম। সেখানেই আজ, মঙ্গলবার হবে গণনার কাজ। শিলিগুড়ির মেয়র‌ গৌতম দেব বলেন, লোকসভা নির্বাচনের ভোট গণনার কাজের দিনের বিভিন্ন বিষয় নিয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কার্যালয়ে প্রস্তুতি বৈঠক হয়েছে।

Latest article