সমাজমাধ্যমে প্রচারে জোর দিতে সভা হল বান্দোয়ানে

রাজীব বলেন, জঙ্গমহলের সরল মানুষকে যাতে কেউ ভুল বোঝাতে না পারে, সেজন্য ডিজিটাল যোদ্ধাদের সক্রিয় করতে এমন কর্মশালা হচ্ছে।

Must read

সংবাদদাতা, পুরুলিয়া : বিজেপির আইটি সেল এবং গদি মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে লড়াই করা ও মানুষকে প্রকৃত তথ্য জানানোর তাগিদে বান্দোয়ানে একটি কর্মশালা করল তৃণমূল কংগ্রেসের আইটি শাখা, মঙ্গলবার, বান্দোয়ানের একটি লজে। ছিলেন দলের জেলা সভাপতি, বিধায়ক রাজীবলোচন সরেন, রাজ্য আইটি সেলের সাধারণ সম্পাদিকা ও সম্পাদিকা উপাসনা চৌধুরি ও নয়নিকা রায়। ছিলেন বান্দোয়ান বিধানসভা এলাকার ডিজিটাল যোদ্ধারা। সোমবার বলরামপুর থেকে জেলায় কর্মশালা শুরু হয়েছে।

আরও পড়ুন-আইপিএল নিলাম এবার আবু ধাবিতে

রাজীব বলেন, জঙ্গমহলের সরল মানুষকে যাতে কেউ ভুল বোঝাতে না পারে, সেজন্য ডিজিটাল যোদ্ধাদের সক্রিয় করতে এমন কর্মশালা হচ্ছে। এদিন কলকাতা থেকে আগত দুই তরুণী ডিজিটাল যোদ্ধা এসআইআর নিয়ে কীভাবে মানুষের পাশে থাকতে হবে, তা বুঝিয়ে দেন। বাংলাদেশ থেকে আগত মানেই অনুপ্রবেশ নয়। দেশভাগের আগে বর্তমান বাংলাদেশ ভারতে ছিল। দেশভাগের পর অনেকে ওপার থেকে এপারে এসেছেন। তাঁদের বাঙাল বলে, বাংলাদেশি নয়। বিজেপি তথ্য বিকৃত করছে। সম্প্রতি দিল্লির একটি বস্তির ছবি দিয়ে বাংলার বলে চালানোর চেষ্টা করেছিল ওরা। ধরা পড়ে গিয়েছে। সোমবার দিল্লির লালকেল্লায় বিস্ফোরণ নিয়েও অপপ্রচার হচ্ছে। দায়ী করা হচ্ছে বাংলাকে। এর বিরুদ্ধে সজাগ থাকতে হবে। আগামী বিধানসভা ভোটের আগেই ডিজিটাল যোদ্ধাদের কীভাবে ময়দানে নামতে হবে বুঝিয়ে দেন তাঁরা।

Latest article