প্রতিবেদন : সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৫২ জন। বাংলার মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) চাকরিহারা পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। সাফ জানিয়ে দিলেন, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। আমি চাকরিহারাদের কাছে যাব। তাদের কথা শুনব। তাদের পাশে থাকব।
বৃহস্পতিবার সুপ্রিম-রায় সামনে আসার পরই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নবান্নে ডেকে বিশেষ বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তারপর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এই রায় রিভিউ করবে আমাদের আইনজীবীরা। যাঁদের চাকরি বাতিল করা হয়েছে, তাঁরা শিক্ষামন্ত্রীকে আবেদন জানিয়েছেন। আমি যদি সেখানে উপস্থিত থাকি, তাহলে তাঁরা খুশি হবেন। মুখ্যমন্ত্রীর কথায়, আমি ৭ এপ্রিল ইন্ডোর স্টেডিয়ামে চাকরিহারাদের কনভেনশনে যাব। তাঁদের কথা শুনব। তাঁদের বলব, ধৈর্য হারাবেন না। মানসিক চাপ নেবেন না। মুখ্যমন্ত্রী এদিন একইসঙ্গে এই প্রশ্ন তোলেন, যাঁদের চাকরি বাতিল হয়েছে, তাঁদের মধ্যে ১১,৬১০ জন ক্লাস নাইন-টেনে পড়াতেন। ৫,৫৯৬ জন ইলেভেন-টুয়েলভে পড়াতেন। খুব গুরুত্বপূর্ণ ক্লাস। অনেকে খাতা দেখছেন। এই চাকরি বাতিলে কে পড়াবেন? তারপর সামনে পরীক্ষা। কী করে সেই পরীক্ষা নেওয়া হবে? আসলে বিজেপি-সিপিএম চক্রান্ত করে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিতে চায়।
চাকরিহারাদের নিয়ে সংগঠন, সোমবার সভা ইনডোরে, থাকবেন মুখ্যমন্ত্রী-ব্রাত্য
