প্রতিবেদন : সামনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar)। শুক্রবার গঙ্গাসাগর (Gangasagar ) মেলা নিয়ে বাবুঘাট ট্রানজিট ক্যাম্প সংক্রান্ত বিষয়ে মেয়র ফিরহাদ হাকিমের নেতৃত্বে উচ্চপর্যায়ের বৈঠক বসল কলকাতা পুরসভায়। ছিলেন পুর-কমিশনার সুমিত গুপ্ত-সহ পিএইচই, পিডব্লুডি, কলকাতা পুলিশের প্রতিনিধিরা। বাবুঘাটে ট্রানজিট ক্যাম্প আয়োজনে বিভিন্ন দফতরকে দায়িত্ব ভাগ করে দেন মহানাগরিক। জানান, বাবুঘাটে দায়িত্বে থাকবেন কমিশনার, বিশেষ কমিশনার, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পারিষদ দেবাশিস কুমার, অসীম বসু প্রমুখ। ক্যাম্পের ভিতরে বায়ো টয়লেট করবে পিএইচই, বাইরে পুরসভা। সাফাইয়ের দায়িত্ব পুরসভার। ব্যারিকেডিং করবে পিডব্লুডি। ক্যাম্প বানাবে পিএইচই। ক্যাম্পে অনেক রান্না করেন, সেক্ষেত্রে সিসিটিভিতে নজরদারি চলবে।
আরও পড়ুন: নতুন বছর শুরুতেই সিকিমে তুষারপাত

