প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর শুক্রবারই শুরু হয়ে গেল হকার নিয়ে সার্ভের কাজ। কলকাতা শহরে মোট কত ফুটপাথ হকার রয়েছে, পরিচয়পত্র দেখে ফর্ম পূরণ করিয়ে সেই লিস্ট তৈরি করা হচ্ছে। এদিন বিকেলে হকার সমস্যার সমাধানে কলকাতা পুরসভায় (KMC) গুরুত্বপূর্ণ বৈঠকেও বসেছে মুখ্যমন্ত্রীর তৈরি করে দেওয়া হাইপাওয়ার কমিটি। বৈঠকে রয়েছেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক, মেয়র পারিষদ দেবাশিস কুমার, পুলিশ কমিশনার বিনীত গোয়েল, পুর কমিশনার ধবল জৈন-সহ কলকাতা পুলিশ ও পুরসভার উচ্চপদস্থ কর্মকর্তারা। বৈঠক শেষে নিউ মার্কেট চত্বরেও হকার নিয়ে সমীক্ষায় বের হন পুলিশ ও পুরসভার আধিকারিকরা। পাশাপাশি, শুক্রবার সকালে গড়িয়াহাটে পুলিশ ও কলকাতা পুরসভার (KMC) আধিকারিকদের সঙ্গে নিয়ে সমীক্ষা শুরু করেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। হকারদের সঙ্গে কথা বলে তাঁদের একটি ফর্মও দেওয়া হয়েছে। মূলত গড়িয়া, হাতিবাগান, এসপ্ল্যানেড ও নিউ মার্কেট চত্বরেই চলবে সমীক্ষা।