মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বৈঠক, আন্দোলনকারীদের চিঠি দিয়ে জানাল নবান্ন

ডাক্তারদের ২৬ জন প্রতিনিধির দাবি না মেনে জানানো হয়েছে, সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে পারেন।

Must read

সঙ্কট কাটিয়ে আলোচনায় বসতে নবান্নের (Nabanna) তরফে ফের আন্দোলনকারী চিকিৎসকদের চিঠি দেওয়া হল। আজ, বৃহস্পতিবার বিকেল ৫টায় সময় আলোচনায় বসার কথা বলা হয় চিঠিতে। উল্লেখ করা হয়েছে, আলোচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আন্দোলনকারীদের বাকি যে সব শর্ত ছিল সেসবে কিছুটা পরিবর্তন করা হয়েছে। বৈঠকের লাইভ স্ট্রিমিং সম্ভব না বলে জানিয়েছে নবান্ন। তবে বৈঠকটি ভিডিয়ো রেকর্ড করে রাখা হবে। ডাক্তারদের ২৬ জন প্রতিনিধির দাবি না মেনে জানানো হয়েছে, সর্বোচ্চ ১৫ জন প্রতিনিধি নিয়ে চিকিৎসকরা বৈঠকে যোগ দিতে পারেন।

আরও পড়ুন-নেপালি মহিলাকে চাকরির লোভ দেখিয়ে যৌ.ন নিগ্রহের অভিযোগ উত্তরপ্রদেশের পিলভিটে

বৃহস্পতিবার আন্দোলনকারীদের চিঠি লিখেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। চিঠিতে তিনি জানান, ‘‘রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালনা ও রোগীদের সঙ্কটমুক্ত করতে সরকার আপনাদের সঙ্গে বৈঠকে বসতে প্রস্তুত। কিন্তু সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত যে নির্দেশ দিয়েছে, সেই কথাও মাথায় রাখতে হবে। আপনাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে চেয়ে মুখ্যমন্ত্রী গত দু’দিন ধরে নবান্নে অপেক্ষা করেছেন। আমরা আলোচনায় বসতে চাই।’’ চিঠিতে ডাক্তারদের ১৫ প্রতিনিধিকে বিকেল ৪টে ৪৫ মিনিটের মধ্যে নবান্নে যেতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারা দেখা করবেন, সেই প্রতিনিধিদের নাম ইমেল মারফত জানাতে হবে। এরপর আন্দোলনকারীরা কী করবেন, সেই সিদ্ধান্ত নিতে গণবৈঠকে বসবেন চিকিৎসকরা। এখনও পর্যন্ত তাদের তরফে কোন সদুত্তর পাওয়া যায় নি। প্রসঙ্গত, গতকাল বৈঠক না হওয়ার পর রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জুনিয়র ডাক্তারদের তোপ দেগে বলেন এই আন্দোলনের পেছনে রাজনীতি আছে।

Latest article