বরিসের বৈঠক

দ্য ডেইলি মেইল জানিয়েছে, জনসন ছাড়াও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়াল্যাস ন্যাটো বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

Must read

রাশিয়া ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছে ইউক্রেনকে। চরম উত্তেজনার আবহে তারপরই ইউরোপের শীর্ষ নেতাদের নিয়ে জরুরি বৈঠক করার সিদ্ধান্ত নিলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। দ্য ডেইলি মেইল জানিয়েছে, জনসন ছাড়াও ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়াল্যাস ন্যাটো বাহিনীর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

আরও পড়ুন-ধর্মান্তরকরণের জেরে আত্মঘাতী নাবালিকা? সিবিআই তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের

রাশিয়া যদি শেষ পর্যন্ত ইউক্রেনের উপর আক্রমণ চালায় সেক্ষেত্রে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে তার রূপরেখা চূড়ান্ত করতেই বৈঠকে বসতে চলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। আন্তর্জাতিক মহল মনে করছে, যুদ্ধ বাধলে আমেরিকা যদি ইউক্রেনের পাশে এসে দাঁড়ায় তাহলে প্রচুর ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই জার্মান চ্যান্সেলর ওলাফ সোলাৎজে ইউক্রেনে পৌঁছে গিয়েছেন। তিনি সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন। ইউক্রেন সফর শেষ করেই সোলাৎজে যাবেন রাশিয়া।

Latest article