প্রতিবেদন : তৃণমূল কংগ্রেসের নবতম সংগঠন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আইটি এবং সোশ্যাল মিডিয়া সেল। রবিবার ঐতিহাসিক একুশে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে মেগা ভার্চুয়াল বৈঠক সারল এই সদ্য গঠিত সংগঠন। বৃহস্পতিবার ফেসবুকে এই সংগঠনের ভার্চুয়াল বৈঠকে ছিলেন আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য-সহ অন্য সদস্যরা। পরবর্তীতে বৈঠকে যোগ দেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ।
আরও পড়ুন-ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ জয় উত্তরপাড়ার শুভমের
২০১১ সালে বাংলার মাটিতে সরকার গড়ার আগে যেভাবে তৃণমূল কর্মীরা সিপিএমের হার্মাদদের চোখ বাঁচিয়ে একুশে জুলাইয়ের সমাবেশে যোগ দিতেন, বৈঠকে অনেকেই সেই স্মৃতিচারণা করেন। বৈঠকে যোগ দিয়ে কুণাল ঘোষ বলেন, ১৯৯৪ সালের পর থেকেই প্রত্যেক একুশে জুলাইয়ের আলাদা আলাদা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। এবার মূলত তিনটি তাৎপর্য রয়েছে। এক, বাংলার উন্নয়নে সরকার যেভাবে কাজ করছে, তার সঙ্গী হয়েছেন রাজ্যের মানুষ। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের সেই ধারা বজায় রাখতে হবে। দুই, বাংলার বিরুদ্ধে যেভাবে চক্রান্ত চলছে, তাতে হাত মিলিয়েছে বাম, বিজেপি, কংগ্রেস। সেই চক্রান্ত ভেস্তে দিতে হবে। তিন, দিল্লিতে তৃণমূল কংগ্রেসের প্রভাব প্রতিষ্ঠিত করতে হবে। কেন্দ্রে বাংলার সমস্ত দাবি-দাওয়া স্পষ্ট করতে হবে। এই তিন তাৎপর্যের উপর দাঁড়িয়ে দলনেত্রী যে নির্দেশ দেবেন, তা নিয়েই আমরা আগামী দিনে এগিয়ে চলব।