২৪-এর ভোট: চেন্নাইয়ে দুই মুখ্যমন্ত্রীর দীর্ঘ বৈঠক

Must read

প্রতিবেদন : ২০২৪-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে কথা হল দুই মুখ্যমন্ত্রীর। বুধবার চেন্নাইয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এম কে স্ট্যালিনের বাসভবনেই তাঁর সঙ্গে প্রায় আধঘণ্টা কথা হয় বাংলার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (MK Stalin- Mamata Banerjee)। ছিলেন কানিমোঝিও। কিন্তু কী আলোচনা হল দুজনের মধ্যে? সেটা খোলসা করে না বললেও বুধবারের এই মেগা সান্ধ্যবৈঠক শেষে স্ট্যালিন ও কানিমোঝিকে পাশে নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এক জায়গায় হলে সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সেখানে রাজনীতি-সামাজিক ও অন্যান্য অনেক ইস্যু নিয়েই কথা হয়। সেরকমই স্ট্যালিনজির সঙ্গে আমার কথা হয়েছে। নেত্রীর সংযোজন, আমাদের ভাই-বোনের সম্পর্ক দীর্ঘদিনের। আর এখানে এসে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা না করে যাই কী করে! তাই চেন্নাইয়ে পৌঁছেই প্রথমে মুখ্যমন্ত্রীর বাড়িতে এলাম। লা গণেশনের (La Ganesan) আমন্ত্রণে তাঁর পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেই এদিন চেন্নাই পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার সকাল দশটায় রাজ্যপালের পারিবারিক অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগে চেন্নাই গিয়ে পৌঁছেই সোজা চলে যান স্ট্যালিনের (MK Stalin- Mamata Banerjee) বাড়িতে।

আরও পড়ুন-৬০-অনূর্ধ্ব বিধবারাও লক্ষ্মীর ভাণ্ডারের আওতায়

২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কোনও আলোচনা হল কিনা এ-প্রশ্নের সরাসরি উত্তর এড়িয়ে গিয়েছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MK Stalin- Mamata Banerjee)। কিন্তু দুজন রাজনৈতিক ব্যক্তিত্ব এক জায়গায় হলে যে রাজনীতির আলোচনা হওয়াটা অস্বাভাবিক নয় তা অস্বীকার করেননি।
এর আগে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে কলকাতা এসেছিলেন স্ট্যালিন। তবে একথা অনস্বীকার্য— আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপি-বিরোধী জোটের অন্যতম কুশীলব হিসেবে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়েই পথ চলতে চান তা অতীতেও দেখা গিয়েছে। আগামী লোকসভা নির্বাচন মাথায় রেখে বিজেপি-বিরোধী সমমনোভাবাপন্ন দলগুলির সঙ্গে সুসম্পর্ক ও সমন্বয় রক্ষা করাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য।

Latest article