বঙ্গ

জগন্নাথদেবের স্নানযাত্রায় মুখ্যমন্ত্রীর বাড়ির গাছের ফল, ৫৬ ভোগে বিশেষ পুজো, কাল রথযাত্রা নিয়ে বৈঠক

সংবাদদাতা, দিঘা : জগন্নাথদেবের স্নানযাত্রা তৈরি করল এক ঐতিহাসিক মুহূর্ত। ঘড়িতে ঠিক ন’টা বাজতেই গর্ভগৃহে বেজে ওঠে কাঁসরঘণ্টা। প্রবল বৃষ্টির মধ্যেও শুরু হল পাহাণ্ডি বিজয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বুধবার সকাল সকাল জগন্নাথদেবের ভোগের জন্য পৌঁছে যায় গাছপাকা আম, কাঁঠাল ও বিভিন্ন মিষ্টান্ন। স্নানযাত্রার পরে ৫৬ ভোগের সঙ্গে সেগুলি অর্পণ করা হয় জগন্নাথদেবকে।
খোল-করতালের ধ্বনিতে পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে প্রথমে মন্দিরের ডানদিকে তৈরি হওয়া স্নানমণ্ডপে নিয়ে আসা হয় সুদর্শন চক্র। এরপর আসেন বলরাম, সুভদ্রা ও জগন্নাথদেব। সঙ্গে মদনমোহনও। জগন্নাথদেবের পবিত্র স্নানযাত্রার জন্য ১০৮ তীর্থক্ষেত্র থেকে কলসভর্তি জল নিয়ে আসা হয়। তাতে মেশানো হয় তুলসীপাতা, কাঁচাদুধ, আতর, চন্দন, কর্পূর ইত্যাদি। স্নানের আগে সিল্কের চাদরে মুড়ে ফেলা হয় তিনটি বিগ্রহ। স্নানযাত্রার আগে সম্পন্ন হয় তুলসীদান। স্নানযাত্রার যাবতীয় আচারবিধির জন্য ইসকন থেকে এসেছেন ১০০ সাধু। তাঁরাই স্নানমণ্ডপের সামনে মেতে ওঠেন নামগানে।

আরও পড়ুন-সিট নেই, ছাদ ফুটো, কামরায় নেই দরজা: অমরনাথে যেতে সেনাকে বাতিল ট্রেন উপহার মোদির

একে একে ঢালা হয় পবিত্র তীর্থক্ষেত্রের ১০৮ কলস জল, ১০০ লিটার কাঁচা দুধ ও অন্য সামগ্রী। এরপর তাঁদের নতুন সিল্কের কাপড়ে আবর্তন করে পাহাণ্ডি বিজয়ের মাধ্যমে একে একে নিয়ে যাওয়া হয় মূল মন্দিরের গর্ভগৃহে। সেখানে জগন্নাথদেব ও বলরামকে গজবেশ এবং সুভদ্রাকে পদ্মবেশে সজ্জিত করা হয়। সমস্ত পোশাক ইসকনের এক ভক্ত তৈরি করে এনেছেন। এছাড়াও পাঁচ রকমের ফল দেওয়া হয়। নিবেদন করা হয় ৫৬ ভোগ। সেখানেই মুখ্যমন্ত্রীর পাঠানো আম-কাঁঠাল ও মিষ্টি অর্পণ করা হয়। লোকমুখে প্রচলিত, জগন্নাথের স্নানযাত্রা যাঁরা দেখতে পান, পুণ্য অর্জন করেন। তাই সকাল থেকেই দূরদূরান্ত থেকে মানুষজন এসেছিলেন। স্নানযাত্রা পর্বে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি ও হিডকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁরাও শঙ্খের মাধ্যমে স্নানযাত্রায় অংশ নেন। বুধবার রাত ন’টা পর্যন্ত সাধারণের জন্য জগন্নাথ গজবেশে সকলের সামনে থাকবেন। এরপর চলবে অনশর পর্যায়। ১৫ দিন পর জগন্নাথ সুস্থ হয়ে ২৬ তারিখ দেখা দেবেন সকলকে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

59 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

1 hour ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

2 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

2 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 hours ago