প্রতিবেদক : পবিত্র ইদ উল আজহায় সারা দেশে একই দিনে বিপুলসংখ্যক পশু কোরবানি হয়। ওই দিন এলাকায় শান্তি–সম্প্রীতি বজায় রাখা ও পড়শিদের কোনওরকম সমস্যা না হয় তার জন্য প্রতিটি থানায় সমাজের সর্বস্তরের মানুষের নিয়ে বৈঠক হয়৷ বৃহস্পতিবার বারাসত পুলিশ জেলার অন্তর্গত শাসন থানায় আলোচনায় উঠে আসে ইদের দিন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে।
আরও পড়ুন-অতিরিক্ত গরমে নাজেহাল বাঁকুড়া, ভারী বৃষ্টির প্রতীক্ষা
নানা কারণে পরিবেশের পরিচ্ছন্নতা রক্ষা করা একটি সমস্যা হয়ে ওঠে। তাই সবার উচিত যেখানে-সেখানে পশু জবাই করার প্রবণতা ত্যাগ করা। কোরবানির পর পশুর রক্ত, মলমূত্র, হাড় ইত্যাদি যত্রতত্র না ফেলে এলাকা পরিচ্ছন্ন রাখার কথা উঠে আসে বৈঠকে। শাসনের স্বস্তি ভিলেজে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও শাসন, আইসি মোঃ ফিরোজ আলি, জেলা বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিশিষ্ট সমাজকর্মী শম্ভুনাথ ঘোষ, মনোয়ারা বিবি, ইফতেখার উদ্দিন, মেহেদী হাসান, মনিরুল ইসলাম মনি, আছের আলি, মান্নান আলি, পিরজাদা হাফেজ মোস্তাক আহমেদ–সহ প্রশাসনের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।