সংবাদদাতা, উলুবেড়িয়া : পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন পরিষেবা মানুষের কাছে আরও সুষ্ঠুভাবে পৌঁছে দিতে রাজ্য সরকারের উদ্যোগে প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া শুরু হল। পুরো ডিসেম্বর মাস জুড়ে রাজ্যের ২৪২টি ব্লকের সবক’টিতেই হবে এই প্রশিক্ষণ কর্মশালা। এরপর জানুয়ারি মাস থেকে রাজ্যের সমস্ত গ্রাম পঞ্চায়েতে চলবে এই ট্রেনিং শিবির। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের উদ্যোগে চলছে এই প্রশিক্ষণ শিবিরগুলি। প্রশিক্ষণ দিচ্ছেন পঞ্চায়েত দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে একেবারে পঞ্চায়েত স্তরের জনপ্রতিনিধিদের নিয়ে এই ধরনের প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন : স্কুলে পড়ুয়া ফেরাতে দুয়ারে বিডিও
প্রথমে প্রতিটি ব্লকে হবে এই প্রশিক্ষণ শিবির সংশ্লিষ্ট ব্লকের জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি ও গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের নিয়ে। এরপর রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে শুরু হবে। সেখানে পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যরা থাকবেন।’’ ১০০ দিনের কাজ, আনন্দধারা, বাংলা আবাস যোজনা, জলস্বপ্ন প্রকল্পে বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জলের সংযোগ, স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ভালভাবে এগিয়ে নিয়ে যাওয়া ইত্যাদি পঞ্চায়েতের সমস্ত পরিষেবামূলক কাজকর্মের বিষয়ে জনপ্রতিনিধিদের আরও সচেতন করা হবে। শুক্রবার উলুবেড়িয়া-১ ব্লকে এইরকমই একটি প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন পঞ্চায়েত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। ছিলেন হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া-১ ব্লকের জেলা পরিষদ সদস্যরা, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ সভাপতি। সমস্ত কর্মাধ্যক্ষ ও ব্লকের মধ্যে থাকা সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানরাও এই প্রশিক্ষণ শিবিরে যোগ দেন।