পুরসভা জয়ে বৈঠক

রাজ্যের অন্য পুরসভার সঙ্গে আলিপুরদুয়ারেও পুরভোট হওয়ার সম্ভাবনা। তাই সময় নষ্ট না করে কোমরবেঁধে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : রাজ্যের অন্য পুরসভার সঙ্গে আলিপুরদুয়ারেও পুরভোট হওয়ার সম্ভাবনা। তাই সময় নষ্ট না করে কোমরবেঁধে নেমে পড়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। পুরভোটকে পাখির চোখ করে চলছে শহরে উন্নয়নযজ্ঞ, পাশাপাশি যে কোনও সমস্যায় মানুষের পাশে দেখা যাচ্ছে নেতা-কর্মীদের। গত বিধানসভা ভোটে আলিপুরদুয়ার আসনটি বিজেপি জিতেছিল।

আরও পড়ুন-বিজেপি-সিপিএমে ভাঙন টিটাগড়ে

কিন্তু স্থানীয় মানুষ এখন প্রচণ্ড বিরক্ত। কারণ জেতার পর বিধায়ককে জেলা শহরের কোনও উন্নয়নমূলক কাজ করতে দেখা যায়নি। একটিও প্রতিশ্রুতি রক্ষা করেননি। তাঁর দেখাই মেেল না। এটাকেই মূলধন করতে চায় টাউন ব্লক তৃণমূল কংগ্রেস। ওয়ার্ড ধরে ধরে মিটিং করে সংগঠনকে আরও মজবুত করার কাজ চলছে বেশ কিছুদিন ধরেই।

আরও পড়ুন-লালবাজারের গোয়েন্দাদের জালে শেখ বিনোদ

গত নির্বাচনের ফলাফল পর্যালোচনা চলছে ওয়ার্ড ধরে ধরে। কোথাও কোনও খামতি পেলে তা ঠিক করার ব্যবস্থাও হচ্ছে। টাউন ব্লক তৃণমূল সভাপতি দীপ্ত চট্টোপাধ্যায় বলেন, ‘বিধানসভা ভোটে বিজেপি জিতলেও তাদের বিধায়ক কোনও প্রতিশ্রুতি পূরণ করেননি। ফলে পুরভোটে আলিপুরদুয়ারে বিরোধীশূন্য পুরবোর্ড গঠনের লক্ষ্যে আমরা এগোচ্ছি।’

Latest article