প্রতিবেদন : শুক্রবার বিকেলে আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটির সভায় থাকছেন ডায়মন্ড হারবার এফসি-র প্রতিনিধি। বৈঠকে মহামেডান ও ইস্টবেঙ্গলের প্রতিনিধিও উপস্থিত থাকবেন। চাপে পড়েই আইএফএ নিজেদের বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নতুন করে বৈঠক ডাকতে বাধ্য হয়েছে। লিগের খেতাবি লড়াইয়ে ইস্টবেঙ্গলকে বাড়তি সুবিধা করে দেওয়ার অভিযোগে তুমুল বিতর্ক হয়। ইস্টবেঙ্গল-মহামেডান ম্যাচ ড্র হলেও সেখানে মহামেডান ভূমিপুত্র খেলানোর নিয়মভঙ্গ করায় পুরো পয়েন্ট দেওয়া হয় লাল-হলুদকে। আইএফএ-র এই সিদ্ধান্ত সরাসরি প্রভাব ফেলে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব ডায়মন্ড হারবারের উপর। প্রতিবাদে লিগ থেকে নাম প্রত্যাহার করে নেয় ডায়মন্ড হারবার (DHFC)। সুপার সিক্সে শেষ দু’টি ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় তারা।
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালে দক্ষিণ আফ্রিকা
শুক্রবারের বৈঠকে হাজির থাকার সিদ্ধান্ত নিয়েছে ডায়মন্ড হারবার (DHFC)। বৈঠকে আইন মোতাবেক যথাযথ সিদ্ধান্ত হলে তবেই সুপার সিক্সের বাকি দু’টি ম্যাচ খেলবে অভিষেকের ক্লাব। তা না হলে আগের সিদ্ধান্তেই অবিচল থাকবে ডায়মন্ড হারবার। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আকাশ বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘আমরা বৈঠকে থাকব। আমাদের একজন প্রতিনিধি থাকবে। আগে আইএফএ নিয়মগুলো মিটিংয়ে আমাদের জানাক। আইএফএ-র নিয়ম এবং সিদ্ধান্ত যাই হোক, আমরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করেই ম্যাচ খেলা বা না খেলা নিয়ে সিদ্ধান্ত নেব।’’