বিধায়কদের সঙ্গে বৈঠক

Must read

প্রতিবেদন : সোমবার বিধানসভায় পূর্ব মেদিনীপুর এবং নদিয়া বিধায়কদের সঙ্গে একান্ত বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তমলুকের সমবায় সমিতি জেতার জন্য অভিনন্দন জানান বিধায়কদের। সেই সঙ্গে কাঁথির সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত করতে পূর্ব মেদিনীপুরের বিধায়কদের নির্দেশ দিয়েছেন তিনি। দলের সব বিধায়ককে সঙ্ঘবদ্ধ হয়ে পুরো বিষয়টি দেখতে বলেছেন নেত্রী। গোটা বিষয়টির দায়িত্ব দিয়েছেন মন্ত্রী অখিল গিরিকে। এই বৈঠকের পর নদিয়ার পাঁচ বিধায়ক দেখা করেন নেত্রীর সঙ্গে। এই জেলার একটি সংগঠনের বিষয়ে নেত্রীর কাছে দাবি রেখেছেন তাঁরা।

আরও পড়ুন- ভোটে হেরে হিংসা বিজেপির, নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী

Latest article