অণ্ডাল বিমান নগরীর উন্নয়ন নিয়ে সাংসদের সঙ্গে বৈঠক

Must read

সংবাদদাতা, অণ্ডাল : অণ্ডাল (Andal) বিমাননগরীর অভ্যন্তরীণ পরিকাঠামোর বেশ কিছু সমস্যা রয়েছে। এই ইস্যুতেই আজ, সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক বেসরকারি হোটেলে বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদের সঙ্গে বৈঠক করল অণ্ডাল (Andal) বিমাননগরী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। মূলত অণ্ডাল বিমাননগরীর রাস্তাঘাট, নালা-সহ আরও বেশ কিছু ইস্যুতে এদিন বৈঠক হয়। যার মধ্যে পথবাতি, জলনিকাশি ব্যবস্থা, পরিবহণ ব্যবস্থা, সিন্ডিকেট রাজ, দেশীয় থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপায়ণ ইত্যাদি একাধিক ইস্যু নিয়ে বৈঠক হয়। মূলত অণ্ডাল বিমাননগরীতে যাঁরা জমি কিনেছেন, তাঁদের নিয়েই গঠিত এই অ্যাসোসিয়েশন। অ্যাসোশিয়েশনের সম্পাদক সঞ্জয় পাল জানান যে, এই বৈঠক ফলপ্রসূ হয়েছে।

আরও পড়ুন- ১৮ প্রাণহানিতে নড়ল টনক! রেলযাত্রীদের নিয়ন্ত্রণে একগুচ্ছ পরিকল্পনা, বন্ধ প্রয়াগরাজ সঙ্গম স্টেশন

Latest article