সংবাদদাতা, শিলিগুড়ি : মুখ্যমন্ত্রী পদক্ষেপের পরই বাজার নিয়ন্ত্রণে কমছে আলুর দাম। শনিবার উত্তর এবং দক্ষিণেও আলুর দাম নিয়ে বিশেষ বৈঠক হয়। এদিন শিলিগুড়ি পুরনিগমের প্রধান সভাকক্ষে বৈঠক টাস্কফোর্সের সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব। এি বৈঠকের পর তিনি বলেন একগুচ্ছ ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য হল, আজ রবিবার থেকেই ৩২ টাকা কেজি দরে শিলিগুড়ির বাজারে আলু বিক্রি হবে। দাম নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন বাজের গুলিতে টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত থাকবে। টাস্ক ফোর্স এর সঙ্গে এই বৈঠকে আলোচনা করা হয় সবজির দামের পাশাপাশি আলুর দাম কিভাবে কমানো সম্ভব। অপরদিকে এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ক্ষুদ্র ব্যবসায় সমিতির সভাপতি পরিমল মিত্র, শিলিগুড়ি পুরনিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার ও এমআইসি থেকে শুরু করে বেশ কিছু দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ও পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
আরও পড়ুন-ভোটের ময়দানে ‘আনাড়ি’ পিকে, ৪ আসনেই হারল জন সুরজ দল
উল্লেখ্য, হঠাৎ করেই অগ্নিমূল্য হয়ে ওঠে বাজার। যা মধ্যবিত্তের সাধ্যের বািরে চলে গিয়েছিল। আলুর দামও ৫০ ছুঁইয়েছিল। এতে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাজার দর নিয়ন্ত্রণে আনতে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। সুফল বাংলা স্টলে সাধারণ মানুষের জন্য ন্যায্যমূল্যে আলু, পেঁয়াজ পৌঁছে দেওয়া হয় প্রত্যেক জায়গায়। শনিবার শনিবার বিকেলে হরিপাল পঞ্চায়েত সমিতির মিটিং হলে আলুর বাজারদর নিয়ন্ত্রণে এক উচ্চপর্যায় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, সুফল বাংলার প্রজেক্ট ডিরেক্টর গৌতম মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশনের সভাপতি পতিতপাবন দে সহ আলু ব্যবসায়ী ও হিমঘর মালিকরা। তেমনই শিলিগুড়িতেও হয় বৈঠক। অবশেষে আলুর দাম কমছে বলে জানান মেয়র গৌতম দেব। সেই মত আজ রবিবার থেকেই ৩২ টাকা কেজিদরে শহরের বাজারে আলু বিক্রি করা হবে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…