বঙ্গ

কাল মেগা কার্নিভাল, চূড়ান্ত প্রস্তুতি

প্রতিবেদন : পুজো শেষ হলেও উৎসবের রেশ এখনই মিলিয়ে যাচ্ছে না পুজো-পাগল কলকাতার আকাশ-বাতাস থেকে। বিগত কয়েক বছর ধরে এই শহরের শারদোৎসবের শেষতম আকর্ষণ রেড রোডের পুজো কার্নিভাল (Kolkata- Carnival)। যেখানে একসঙ্গেই চাক্ষুষ করে নেওয়া যায় কলকাতার সেরা পুজোর প্রতিমা। সঙ্গে থাকে চোখধাঁধানো সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্যের নানা প্রান্ত থেকে আসা দর্শকদের চমকে দিতে নানা আয়োজন করে পুজো কমিটিরা। এ-বছর রেড রোডে ২৭ তারিখ আয়োজিত হচ্ছে দুর্গাপুজো কার্নিভাল। একে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে পুজো শুরুর আগে থেকেই। শতাধিক পুজো কমিটিকে নিয়ে এবার আয়োজন করা হচ্ছে অনুষ্ঠানের। পুজো কমিটির তালিকা এখনও পর্যন্ত চূড়ান্ত না হলেও সংখ্যা একশোর বেশি হতে চলেছে। নবান্ন সূত্রে খবর এ-বছরের কার্নিভালের সূচনা হবে ডোনা গঙ্গোপাধ্যায়ের ট্রুপের নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে। প্রত্যেকটি পুজো কমিটিকে নিজেদের অনুষ্ঠান পরিবেশনের জন্য দু-মিনিট করে সময় দেওয়া হবে। গোটা রেড রোডের দু’দিকে অনুষ্ঠান দেখার জন্য প্রায় ১৮ হাজার দর্শকদের বসার ব্যবস্থা করা হয়েছে। কার্নিভালের অনুষ্ঠানে থাকবেন বিদেশি অতিথিরাও। আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দেশের দূতাবাসের প্রতিনিধিদের। ইউনেস্কোর প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
এবার মুখ্যমন্ত্রীর পায়ের চোটের কথা মাথায় রেখে মূল মঞ্চের উচ্চতা অনেকটাই কমানো হচ্ছে। তৈরি করা হচ্ছে বিশেষ র‍্যাম্প। মমতা বন্দ্যোপাধ্যায় সিঁড়ি দিয়ে উঠবেন না। র‍্যাম্প দিয়েই মঞ্চে উঠবেন। গ্রাউন্ড লেভেল থেকে প্রথম ধাপে ১৮ ইঞ্চি, দ্বিতীয় ধাপে ১৮ ইঞ্চি থেকে ৩০ ইঞ্চি (২.৩০ ফুট) উচ্চতা রাখা হচ্ছে র‍্যাম্পের। মূল মঞ্চের উচ্চতা ৩০ ইঞ্চি বা আড়াই ফুট।
যেদিন দুর্গাপুজো কার্নিভালের (Kolkata- Carnival) আয়োজন করা হয়েছে। সেদিনের ভিড় সামাল দিতে এবার রাজ্য পরিবহণ দফতরের তরফে মধ্যরাত পর্যন্ত অতিরিক্ত বাস-ট্রেন এবং মেট্রো চালানোর কথা ঘোষণা করা হয়েছে।
পরিবহণ দফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কার্নিভালের দিন বাড়তি দুটি এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে। জোড়া এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে। দুটি এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে। হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটি এস-৭ বাস। একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়ার মধ্যে। দুটি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে। দুটি ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে। এস-১০ নম্বরের দুটি বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্নের মধ্যে।
কার্নিভালের কথা মাথায় রেখে আগামী শুক্রবার মধ্যরাত পর্যন্ত কলকাতার উত্তর-দক্ষিণ রুটে মেট্রো পরিষেবা চালু থাকবে। স্বাভাবিক সময়সীমার পরেও যাতে সেদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা চালু রাখা হয় তার জন্য কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজারকে চিঠি দিয়েছিল পরিবহণ দফতর। রাজ্যের প্রস্তাবে সায় দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রোর সূত্রে খবর, দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী দিনের শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১১টা ১০ মিনিটে। কবি সুভাষ থেকে দমদমের দিকের শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০-এ। হাওড়া ও শিয়ালদহ ডিভিশন থেকে ছাড়া শেষ লোকাল ট্রেনের পরেও যাতে ট্রেন চলে, তারও পরিকল্পনা করা হয়েছে।

আরও পড়ুন- দঃ ২৪ পরগনায় আজ ৪ জায়গায় কার্নিভাল

তবে কার্নিভাল উপলক্ষে রেড রোডের আশেপাশের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। সংশ্লিষ্ট দিনে এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়িদের জন্য বন্ধ থাকবে। শুধু এই রাস্তাটি নয়, এর পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও একই নিষেধাজ্ঞা বজায় থাকবে। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে। ২৬ অক্টোবর রাত ১২টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হবে। এদিন সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ থাকবে। এরপর যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ রেড রোডে যানচলাচল বন্ধ থাকবে।
যেসব রাস্তা দিয়ে দর্শকরা প্রবেশ করতে পারবেন তাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এদিন এজেসি বোড রোড, মেয়ো রোড, জহরলাল নেহরু রোড ধরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি মেট্রোযাত্রীদের ধর্মতলা এবং পার্ক স্ট্রিটে নেমে নির্দিষ্ট রাস্তা দিয়ে রেড রোডে পৌঁছতে হবে। এই কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, হেয়ার স্ট্রিট, ক্যাথিড্রাল রোডে পার্কিং বন্ধ থাকবে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

2 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

5 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

6 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

6 hours ago