প্রতিবেদন: বর্ষবরণ এক দিন আগেই সেরে ফেলার সুযোগ পাচ্ছেন ডায়মন্ড হারবার এলাকার ফুটবলপ্রেমীরা। গত কুড়ি দিন ধরে চলা ডায়মন্ড হারবার এমপি কাপ (MP Cup- Mega Final) ফুটবল প্রতিযোগিতার শেষ দিন শুক্রবার। বাটানগর স্টেডিয়ামে বিকেল পাঁচটার পর মেগা ফাইনালে মুখোমুখি বজবজ ও ফলতা।
ফাইনালের দিন জমকালো সমাপ্তি অনুষ্ঠান। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এমপি কাপ শুরু হয়েছিল পাঁচ বছর আগে। প্রতি বছরই উদ্বোধনী এবং সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকেন ডায়মন্ড হারবারের জনপ্রিয় সাংসদ। শুক্রবারও বাটা স্টেডিয়ামে থাকবেন অভিষেক। ফাইনাল শুরুর আগে বজবজ ও ফলতার ফুটবলারদের সঙ্গে মিলিত হয়ে তাঁদের শুভেচ্ছা জানাবেন সাংসদ। সমাপ্তি অনুষ্ঠানের প্রধান আকর্ষণ সংগীত-সন্ধ্যা। মঞ্চে সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সংগীতশিল্পী জাভেদ আলি এবং শিল্পা রাও।
সেমিফাইনালে ফলতা বিধানসভার মল্লিকপুর দল ডায়মন্ড হারবারের হরিণডাঙাকে হাড্ডাহাড্ডি ম্যাচে হারিয়ে ফাইনালে ওঠে।
অন্য সেমিফাইনালে বজবজ হারায় মহেশতলাকে। বজবজকে ফাইনালে (MP Cup- Mega Final) তুলতে বড় ভূমিকা নেন দুই গোলদাতা সুজিত সোরেন এবং অয়ন মিস্ত্রি। ফাইনালেও গোলের জন্য সুজিত, অয়নের দিকে তাকিয়ে থাকবে বজবজ। শক্তির বিচারে গত বারের চ্যাম্পিয়ন বজবজই কিছুটা এগিয়ে থাকছে ফাইনালে। তবে ফলতাও চমক দিতে তৈরি। ফাইনাল ঘিরে স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ তুঙ্গে।
আরও পড়ুন-প্রয়াত প্রধানমন্ত্রীর মা হীরাবেন মোদি, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর