আজ শনিবার কালীঘাটে (Kalighat) বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিনের বৈঠকে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ শীর্ষ নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে শনিবারের বৈঠক করবেন দলের বর্ধিত কোর কমিটির সদস্যরা। ইলেকশন কমিটির সদস্যরাও থাকবেন বলে জানা গিয়েছে। বেলা চারটেয় বৈঠক হবে কালীঘাটের মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া তৃণমূল ভবনে।
আরও পড়ুন-সামনেই পঞ্চায়েত ভোট, সরকারি কর্মীদের ভাতা নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন
সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচন কৌশল, প্রচার পরিকল্পনা-সহ বেশ কিছু বিষয়ে আলোচনা হবে বলে মনে করা হচ্ছে। ভোটপর্বের প্রথম থেকে কেন্দ্রীয় বাহিনীর দাবি উঠলেও, রাজ্য নির্বাচন কমিশন কিছু বলেনি। রাজ্য পুলিশে ভরসা করেছে। যদিও পরে কমিশন জানিয়েছে বাহিনী নিয়ে আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে মেনে চলা হবে।