প্রতিবেদন : কলকাতা-সহ গোটা রাজ্যের ফুটপাথ হকারদের নিয়ে একগুচ্ছ পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। শহর কলকাতার হকার পুনর্বাসন নিয়ে শুক্রবার বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করে দেওয়া ৫ সদস্যের কমিটি। এদিন বিকেলে কলকাতা পুরসভায় ওই বৈঠকে থাকবেন মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মন্ত্রী অরূপ বিশ্বাস, মলয় ঘটক ও মেয়র পারিষদ দেবাশিস কুমার। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের উপস্থিতিতে এই বৈঠকে ডাকা হয়েছে হাতিবাগান-নিউমার্কেট-গড়িয়াহাটের হকার সংগঠনগুলিকেও। পাশাপাশি, শুক্রবার সকাল থেকেই হাতিবাগান, নিউমার্কেট এলাকায় হকার পরিস্থিতি পরিদর্শনেও বেরবে ওই কমিটি। মুখ্যমন্ত্রীর নির্দেশে বিশেষ সমীক্ষা করে ফুটপাথ হকারদের পুনর্বাসন-সহ একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই ফুটপাথের বেআইনি দখলদারি হঠাতে যেসব হকারকে সরিয়ে দেওয়া হয়েছে, তাঁদের ভবিষ্যৎ কী হবে? বৃহস্পতিবার নবান্নে বৈঠকে বসে সেই সমস্যার সমাধানও বাতলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রী বলেন, যে লোকগুলিকে ইতিমধ্যেই পুলিশ সরিয়ে দিয়েছে, তারা কোথায় থাকে, কোথায় বাড়ি সেগুলো দেখতে হবে। এটা নিয়েও একটা সার্ভে করতে হবে। লোকাল পুলিশই এই সার্ভেটা করতে পারে। তারা যদি এখানকার লোক হয় এবং তাদের আর কোনও উপার্জনের পথ না থাকে, তাহলে আমি কোথাও না কোথাও নিশ্চয়ই জায়গা খুঁজে দেব। জায়গার অভাব নেই আমার। কলকাতার হকার সমস্যার সমাধান নিয়ে সমীক্ষা চালাতে ৫ সদস্যের কমিটিও গড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর প্রশংসায় বাঁকুড়া পুরসভা
গত সোমবার রাজ্যের সমস্ত পুরসভা, পুর-নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন শহরে ফুটপাথ হকারদের দৌরাত্ম্য নিয়ে উষ্মা প্রকাশ করেন নেত্রী। তারপরই কলকাতা, সল্টলেক, হাওড়া-সহ জেলায় জেলায় ফুটপাথ দখলমুক্তি অভিযানে নামে পুলিশ প্রশাসন। সেই অভিযানে ইতিমধ্যেই গড়িয়াহাট, নিউমার্কেট, হাতিবাগানে বেআইনিভাবে ফুটপাথ দখল করে ব্যবসা চালানো হকারদের সরিয়ে ফুটপাথ ফাঁকা করা হয়েছে। কিন্তু তাঁদেরও শর্তসাপেক্ষে পুনর্বাসন দেওয়া হবে বলে এদিন জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু গ্র্যান্ড হোটেলের আশপাশে চাইলেই পশরা সাজিয়ে হকারি করা যাবে না। তিনি বলেন, গ্র্যান্ড হোটেলে অনেক ফিল্মস্টাররা আসেন। সেখানে আমি এসব অ্যালাউ করলে যেকোনও সময় বড় ঘটনা ঘটে যেতে পারে। হকাররাই কোনও ঘটনা ঘটিয়ে দেবে। তারপর বিস্ফোরণ হয়েছে বলে এনআইএ-কে পাঠিয়ে দেবে। কেন আমরা তার সুযোগ দেব?