কাল মেগা ছাত্র সমাবেশ, নির্দেশিকা দেবেন নেত্রী

রাত পোহালেই মেগা ছাত্র সমাবেশ। ঐতিহাসিক ২৮শে অগাস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে ঢল নেমেছে ছাত্র-ছাত্রীদের

Must read

প্রতিবেদন : রাত পোহালেই মেগা ছাত্র সমাবেশ। ঐতিহাসিক ২৮শে অগাস্ট। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। যাকে কেন্দ্র করে ইতিমধ্যেই শহরে ঢল নেমেছে ছাত্র-ছাত্রীদের। কোচবিহার থেকে কাকদ্বীপ— সারা রাজ্য থেকে ছাত্র-ছাত্রীরা উপস্থিত হবে এই সমাবেশে। প্রধান বক্তা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে ভয়ঙ্কর বিপর্যয়, ৪০ তীর্থযাত্রী নিহত, শোক অভিষেকের

২০২৬-এর মেগা বিধানসভা নির্বাচনের আগে এই সমাবেশমঞ্চ থেকেই ছাত্রসমাজকে দিকনির্দেশিকা দেবেন নেত্রী। সেইসঙ্গে সাম্প্রতিক বিজেপির ভাষাসন্ত্রাস-বাঙালিবিদ্বেষ, এসআইআর-সহ একাধিক ইস্যুতে তোপ দাগবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য ও তাঁর পুরো টিম দিনরাত এক করে প্রস্তুতি সেরেছেন। আজও দিনভর ঘুরে বেড়িয়েছেন শহরের নানা জায়গায়, যেখানে বিভিন্ন জেলা থেকে ছাত্র-ছাত্রীরা এসে রয়েছেন। কাল সকালেও ঝাঁকে ঝাঁকে ছাত্র-ছাত্রীরা আসবেন শিয়ালদহ-হাওড়া স্টেশনে। আজ ভোর থেকে শিয়ালদহ স্টেশনে উপস্থিত ছিলেন, তৃণাঙ্কুর ভট্টাচার্য, বৈশ্বানর চট্টোপাধ্যায়, আলোক দাস-সহ টিএমসিপি নেতৃত্ব। দিনভর সমাবেশের শেষ প্রস্তুতির কাজ চলছে মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে।

Latest article