প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া মেহের প্রয়াত

Must read

নয়াদিল্লি: প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া ও বিশিষ্ট ফ্যাশন সাংবাদিক মেহের কাস্তেলিনো (Meher Castelino_Miss India) প্রয়াত। মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮১ বছর। তাঁর প্রয়াণে ভারতীয় ফ্যাশন ও সৌন্দর্য প্রতিযোগিতার জগতে শূন্যতা তৈরি হল।

আরও পড়ুন-রাজশাহি-খুলনাতেও ভিসাকেন্দ্র বন্ধ হল

১৯৬৪ সালে দেশের প্রথম ফেমিনা মিস ইন্ডিয়া (Meher Castelino_Miss India) হিসেবে মুকুট জিতে জাতীয় স্তরে পরিচিতি পান মেহের কাস্তেলিনো। এমন এক সময়ে তিনি এই খেতাব অর্জন করেছিলেন, যখন ভারতে সৌন্দর্য প্রতিযোগিতা ও ফ্যাশন সংস্কৃতি সদ্য পরিচিতি পেতে শুরু করেছে। সেইসময় তাঁর জয় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। মুম্বইয়ে জন্ম হয়েছিল মেহের কাস্তেলিনোর। শুধু সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চেই নয়, ফ্যাশন সাংবাদিক হিসেবেও বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন তিনি। তাঁর অবদান ভারতীয় ফ্যাশন শিল্পের প্রাথমিক পর্বকে সমৃদ্ধ করেছে। মেহের কাস্তেলিনোর প্রয়াণে তাঁর পরিবার, বন্ধু ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে ফেমিনা মিস ইন্ডিয়া সংস্থা।

Latest article