জাতীয়

বেলজিয়ামে গ্রেফতার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সী

ভারতের অনুরোধেই বেলজিয়াম (Belgium) সরকার গ্রেফতার করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোক্সীকে (Mehul Choksi)। ৬৫ বছরের পলাতক এই ব্যবসায়ী আপাতত বেলজিয়ামের জেলে আছেন। ভারতের তদন্তকারী সংস্থা সিবিআই তাঁর গ্রেফতারির জন্য বেলজিয়ামে আবেদন জানিয়েছিল। বেলজিয়াম পুলিশ সূত্রে খবর, শনিবার তাঁকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন-ছুটির সকালে আবার ভূমিকম্প মায়ানমারে, কেঁপে উঠল ভারত, তাজাবেকিস্তানও

মুম্বইয়ের আদালতে চোক্সীর বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ২০১৮ সালের জানুয়ারি মাসে পিএনবি কেলেঙ্কারিতে নাম জড়ানোর পর ভারত ছেড়ে পালিয়ে যান চোক্সী। আদালত ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন চোক্সীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানাতেই এবার গ্রেফতার করা হয়েছে চোক্সীকে। জানা গিয়েছে, শীঘ্রই তিনি জামিনের আবেদন জানাবেন। শারীরিক অবস্থা এবং অন্যান্য কারণ দেখিয়ে বেলজিয়ামে জামিন চাইতে পারেন চোক্সী। প্রসঙ্গত, চোক্সীর বিরুদ্ধে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে। তিনি দেশ ছেড়ে পালিয়ে যান আর তাই তদন্তকারী সংস্থাগুলি তাঁর বিরুদ্ধে কোনরকম পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। দীর্ঘ দিন ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র অ্যান্টিগা ও বারবুডায় ছিলেন চোক্সী। সেখানকার নাগরিকত্ব রয়েছে তাঁর।

চোক্সীর আবেদনের ভিত্তিতে ২০২৩ সালে অ্যান্টিগা ও বারবুডায় বিচারবিভাগ জানায় তাঁকে সেই দেশ থেকে কোথাও নিয়ে যাওয়া যাবে না। ফলে তাঁকে ভারতে ফেরানো এবং বিচারের আওতায় আনা একপ্রকার অসম্ভব ছিল। অ্যান্টিগা ও বারবুডা থেকে পরে বেলজিয়ামে যান চোক্সী। বেলজিয়ান স্ত্রীর সাহায্য নিয়েই তিনি ২০২৩ সালের ১৫ নভেম্বর থেকে ‘এফ রেসিডেন্সি কার্ড’ ব্যবস্থা করে বেলজিয়ামে থাকা শুরু করেন।গত মাসে জানা গিয়েছিল, চোক্সীকে ভারতে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে নয়াদিল্লি। বেলজিয়াম সরকারের সঙ্গে সে বিষয়ে আলোচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, চোক্সী এখনও অ্যান্টিগা ও বারবুডার নাগরিক। তাঁর ভাগ্নে নীরব মোদীও পিএনবি-কাণ্ডে অন্যতম বড় মাথা। তাঁকেও ভারতে ফেরানোর জন্য ব্রিটেন সরকারের সঙ্গে আইনি কথাবার্তা চলছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago