অর্জুন পুরস্কার পাচ্ছেন মেহুলি, সুতীর্থা ও প্রণতি

অর্জুন পুরস্কারের জন্য বাংলার দুই ক্রীড়াবিদ মেহুলি ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

Must read

নয়াদিল্লি, ২৪ ডিসেম্বর : অর্জুন পুরস্কারের জন্য বাংলার দুই ক্রীড়াবিদ মেহুলি ঘোষ এবং সুতীর্থা মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। এই তালিকায় রয়েছে আরেক বঙ্গকন্যা প্রণতি নায়েকের নামও। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের জন্য জাতীয় হকি দলের সহ-অধিনায়ক হার্দিক সিংয়ের নাম সুপারিশ করা হয়েছে। প্রসঙ্গত, ২৭ বছর বয়সি হার্দিক ২০২১ টোকিও এবং ২০২৪ প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন।

আরও পড়ুন-কেনকে ছাড়াই ভারত সফরে নিউজিল্যান্ড

এবার মোট ২৪ জন ক্রীড়াবিদকে অর্জুন পুরস্কার দেওয়া হচ্ছে। রাইফেল শুটার মেহুলি দু’বার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এশিয়ান চ্যাম্পিয়নশিপের বেশ কয়েকবার পদক জিতেছেন। অন্যদিকে, টেবল টেনিস খেলোয়াড় সুতীর্থা অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় মহিলা দলের অন্যতম সদস্য সুতীর্থা জাতীয় চ্যাম্পিয়নশিপও জিতেছেন।
ঝাড়গ্রামের মেয়ে প্রণতি জিমন্যাস্টিক্স বিশ্বকাপে ভল্ট ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন গত বছর। অলিম্পিকেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। এশীয় জিমন্যাস্টিক্স চ্যাম্পিয়নশিপেও পদক জিতেছেন প্রণতি। এছাড়া অর্জুন পুরস্কারের জন্য যাঁদের নাম সুপারিশ করা হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য, ব্যাডমিন্টনের গায়ত্রী গোপীচাঁদ ও তৃষা জোলি। দাবায় বিদিত গুজরাটি ও দিব্যা দেশমুখ। যোগায় আরতি পাল। অ্যাথলিট তেজস্বীন শঙ্কর প্রমুখ।

Latest article