মেল্লিক থেকে সেবক নয়া রাস্তা

রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবে রাজি কেন্দ্রীয় সরকার। সিকিমের মেল্লিক থেকে সেবক পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবে রাজি কেন্দ্রীয় সরকার। সিকিমের মেল্লিক থেকে সেবক পর্যন্ত নতুন রাস্তা তৈরি হচ্ছে। ইতিমধ্যে তিস্তা নদীর পাশ দিয়ে পাহাড় কেটে নতুন রাস্তা তৈরির কাজ শুরু হয়েছে। উল্লেখ্য, প্রতিবছর বর্ষার সময় পাহাড়ের লাগাতার বৃষ্টির কারণে ধস নামে দশ নম্বর জাতীয় সড়কে। বহু জায়গায় রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে ওঠে। তাই এবার রাজ্য সরকার দার্জিলিং-কালিম্পং ও সিকিম পর্যন্ত ১০ নম্বর জাতীয় সড়কের নতুন রাস্তা তৈরি করার প্রস্তাব দেয় কেন্দ্রীয় সরকারকে।

আরও পড়ুন-শ্যামলসুন্দর

এই বিষয়ে গত সোমবার দিল্লিতে সড়ক ও পরিবহণ দফতরে কেন্দ্র, রাজ্য ও সিকিম সরকারের একসাথে বৈঠক হয়। বৈঠকে রাজ্যের দেওয়া বিকল্প রাস্তা তৈরির বিষয়ে আলোচনা হয়। বুধবার সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কালিম্পং এসেছিলেন বিশেষ কোনও কাজে। ১০ নম্বর জাতীয় সড়ক মেল্লিক থেকে সেবক পর্যন্ত নতুন করে যে রাস্তা তৈরি হচ্ছে তা তিনি জানিয়েছেন। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ দফতরের মন্ত্রী নীতিন গা়ডকারির সঙ্গে যে বৈঠক হয়েছে সেই বিষয়ে তিনি জানান। বর্তমানে যে ১০ নম্বর জাতীয় সড়ক রয়েছে তা প্রতিবছর বর্ষার সময় খারাপ হয়, আবার ভেঙেও যায়। তাই তিস্তা নদীর ধার দিয়ে পাহাড় কেটে নতুন করে রাস্তা তৈরির প্রস্তাব দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রস্তাব অনুসারে নতুন রাস্তা তৈরি হবে বলে তিনি জানিয়েছেন।

Latest article