শাড়ি পরে বরণ করলেন ছেলেরাই

প্রকাশ্য স্থানে মেয়েদের আসা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। সেই কারণেই এখানে যাঁরা পুজো করতেন তাঁরাই মহিলা সেজে এয়ো হয়ে মাকে বরণ করতেন।

Must read

সংবাদদাতা, হুগলি : ছেলেরা শাড়ি পরে বরণ করলেন জগদ্ধাত্রী মাকে। ভদ্রেশ্বর গৌরহাটির তেঁতুলতলায় ২৩০ বছরের জগদ্ধাত্রী পুজোয় এটাই রীতি। দশমীর বিদায়বেলায় ছেলেরা শাড়ি পরে, হাতে শাখা এবং সিঁথিতে সিঁদুর পরে মাকে বরণ করলেন। এই প্রথা যুগ যুগ ধরে চলে আসছে। জানা যায় সেই সময় ছিল ইংরেজ শাসন।

আরও পড়ুন-সবুজ বাজি উৎসাহ দেবে রাজ্য

প্রকাশ্য স্থানে মেয়েদের আসা ছিল কঠোরভাবে নিষিদ্ধ। সেই কারণেই এখানে যাঁরা পুজো করতেন তাঁরাই মহিলা সেজে এয়ো হয়ে মাকে বরণ করতেন। সেই প্রথা চলে আসছে আবহমান কাল ধরে। তেঁতুলতলায় মায়ের এই বরণপর্ব দেখতে বৃহস্পতিবার সকাল থেকেই হাজার হাজার ভক্তের ঢল নেমেছে। অত্যন্ত জাগ্রত এখানকার মায়ের কাছে বিদায়কালে আশীর্বাদ নিতে এসেছেন মানুষজন। মহিলাবেশে পুরুষদের এই বরণের দৃশ্য অনেকেই উপভোগ করেছেন তারিয়ে তারিয়ে। অনেককে আবার রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা গেল। অন্ত ছিল না বিস্ময়েরও।

Latest article