উত্তর প্রদেশের শাহজাহানপুরে (Shahjahanpur) রাজীব নামে এক ব্যক্তি তার নিজের ৪ সন্তানকে হত্যা করে নিজেই আত্মহত্যা করেছেন। স্বাভাবিকভাবেই এই মর্মান্তিক ঘটনাটি ফলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ সূত্রে খবর, ৪টি শিশুরই বয়স ১০ বছরের কম। মানসিক ভারসাম্যহীন এই ব্যক্তির ১০ ও ৮ বছর বয়সী দুটি মেয়ে এবং ৭ ও ৫ বছর বয়সী দুটি ছেলে ছিল। তবে ঘটনার সময় ভদ্রলোকের স্ত্রী শান্তি বাড়িতে ছিলেন না। তিনি কয়েকদিনের জন্য তার বাবা-মায়ের সাথে দেখা করতে বাইরে গিয়েছিলেন। বৃহস্পতিবার সকালে রাজীবের বাবা রাজীবকে চা খাওয়ার কথা জানাতে গেলে তিনি মৃতদেহগুলি দেখতে পান।
আরও পড়ুন-ফের মেরঠে মদ্যপ স্বামীকে খুন করে ড্রামে ভরে দেওয়ার হুমকি স্ত্রীর
রাজীবের বাবা পুলিশকে এই মর্মে জানিয়েছেন যে গত বছর এক দুর্ঘটনার পর থেকে রাজীব মানসিকভাবে অস্থির ছিলেন। তিনি মাঝে মাঝে হিংস্র হয়ে উঠতেন এবং সুষ্ঠ আচরণ করতেন না। জানা গিয়েছে নিজের সন্তানদের নৃশংসভাবে খুন করার পর রাজীব আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের কারণেই এই ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে নিজে আত্মঘাতী হলেও সন্তানদের এভাবে কেন খুন করলেন সেই নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে পরিবারের বাকি সদস্যদের। পারিবারিক বিবাদের তত্ত্ব সামনে এলেও নেপথ্যে অন্য কোন কারণ আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। মানসিক ভারসাম্যহীন জেনেও স্ত্রী কেন একা ভদ্রলোকের সঙ্গে সন্তানদের ছেড়ে দিলেন সেটা নিয়েও উঠছে প্রশ্ন।