বঙ্গ

উচ্চমাধ্যমিক পরীক্ষার আগে বার্তা নগরপালের, দেওয়া হল হেল্পলাইন নম্বর

গতকাল রাত থেকেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এসএফআইয়ের তাণ্ডবে তুমুল অশান্তি। আজও পরিবেশ বেশ থমথমে। এর মধ্যেই আন্দোলনের ডাক দিয়েছে সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই (SFI)। সোমবার থেকে পথে নামার সিদ্ধান্ত নিয়েছে তারা এবং বনধ ডেকেছে। অন্যদিকে সোমবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই অবস্থায় পরীক্ষার্থীদের যেন রাস্তাঘাটে কোনও রকম সমস্যার সম্মুখীন হতে না হয় এই নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে ইঞ্জেকশনে গলদের জেরে অস্ত্রোপচারের পরেই স্মৃতি হারালেন ৫ প্রসূতি

আজ, রবিবার সাংবাদিক বৈঠকে কলকাতার সিপির সঙ্গে ছিলেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম। এদিন সাংবাদিক বৈঠক করে মনোজ ভার্মা বলেন, ‘‘কাল কিছু রাজনৈতিক দলের কর্মসূচি রয়েছে। পরীক্ষার্থীদের যাতে কোনও রকম সমস্যায় পড়তে না হয়, সেই দিকে খেয়াল রাখতে হবে রাজনৈতিক দলগুলিকে। যদি পরীক্ষার্থীরা সমস্যায় পড়েন, তা হলে অ্যাকশন নেওয়া হবে।’’ নগরপাল জানান, ”উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রাস্তাঘাটে যাতে কোনও সমস্যার মুখে পড়তে না হয়, তার জন্য সব রকম ব্যবস্থা রাখা হবে। সমস্যা পড়লেই পুলিশের সঙ্গে যোগাযোগ করবেন। পুলিশ তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে।’’ আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় শিক্ষার্থীদের প্রয়োজনে কলকাতা পুলিশের হেল্পলাইন নম্বরটি চালু করা হয়েছে যেটি হল ৯৪৩২৬১০০৩৯।

রাজ্য পুলিশের তরফে এদিন বলা হয়েছে, ”১০০ ডায়ালে ফোন করতে পারেন। আমরা আশা করি যারা রাজনৈতিক কর্মসূচি কালকে রেখেছেন এই ইস্যুটা তারা মাথায় রাখবেন। কারোর যাতে কোনও সমস্যা না হয় সেটা দেখা হবে। ১০০ নম্বরে ডায়াল করবেন। সবথেকে কাছের থানা থেকে সহায়তা পাবেন। যতটুকু হেল্প করার দরকার সবটা করা হবে। অত্যন্ত সিরিয়াসলি এটা দেখছি আমরা। এটা পড়ুয়াদের ভবিষ্যতের ব্যাপার। কাল পর্যাপ্ত পুলিশ থাকবে। ট্রাফিক বিভাগ যথেষ্ট সক্রিয় থাকবে। রেলস্টেশন ও বাসস্টপ থেকে যাবতীয় ব্যবস্থা করা হয়েছে। পর্যাপ্ত বাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করছি যে পরিমান ব্যবস্থা করা হয়েছে সেটা সকলের জন্যই অত্যন্ত সহায়ক হবে। সব কিয়স্কে সিভিক ভলান্টিয়ার সহ রাজ্য পুলিশের যারা থাকবেন তাদের কাছে প্রয়োজনীয় সহায়তা পাবেন। ৩রা মার্চ কিছু সংগঠন কিছু রাজনৈতিক কর্মসূচির কথা জানিয়েছে। আমরা সবটাই জেনেছি সোশ্য়াল মিডিয়ার মারফত।” এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ”যাদবপুর নিয়ে ২টো মামলা পুলিশ সুয়োমোটো করেছে। সব মিলিয়ে ৭টা মামলা হয়েছে। রাত সাড়ে ৯টার কিছু সময় পরে কার্যালয়ে আগুন দেখতে পান বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা। সেই ঘটনায় একজন গ্রেফতার হয়েছে। কারা জড়িত রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে। যাদবপুরের কাছাকাছি সর্বত্র পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা থাকবে। ট্রাফিকের পর্যাপ্ত ব্যবস্থা থাকবে।”

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

15 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

35 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

8 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago