দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার বার্তা দুই দেশের

Must read

প্রতিবেদন: দ্বিপাক্ষিক সম্পর্ক মসৃণ করার উদ্যোগ। ভারতের (India-China) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গত পাঁচ বছরের মধ্যে তাঁর প্রথম চিন সফরে মঙ্গলবার চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। পূর্ব লাদাখে সীমান্ত অচলাবস্থার পর দুই দেশই এখন সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে চিনে রয়েছেন জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, চিনা প্রেসিডেন্টকে দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। জয়শঙ্কর জানান, বেজিংয়ে সহকর্মী এসসিও বিদেশমন্ত্রীদের পাশাপাশি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শুভেচ্ছা পৌঁছে দিয়েছি। প্রেসিডেন্ট শি-কে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছি। ২০২০ সালের জুনে গালওয়ান (India-China) উপত্যকায় মারাত্মক সংঘর্ষের পর দুই নেতার মধ্যে এটিই প্রথম বৈঠক ছিল। ২০২৪ সালের অক্টোবরে ডেমচক এবং দেপসাং-এর শেষ দুটি সংঘাতপূর্ণ এলাকা থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে একটি চুক্তি হয়েছিল।

আরও পড়ুন-মালদার মৃত কিশোরের দেহ দ্বিতীয়বার ময়না তদন্তে অনুমতি দিল হাইকোর্ট

Latest article