প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের উদ্যোগে অনুষ্ঠিত হল মহাকুমা সম্মেলন৷ শনিবার ডায়মন্ড হারবারের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন মথুরাপুরের সাংসদ বাপি হালদার, বিধায়ক পান্নালাল হালদার, নমিতা সাহা, যোগরঞ্জন হালদার, জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, আইএনটিটিইউসির জেলা সভাপতি শক্তিপদ মণ্ডল, প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী, পুরসভার চেয়ারম্যান প্রণবকুমার দাস, ভাইস চেয়ারম্যান রাজশ্রী দাস, ফেডারেশনের রাজ্য পর্যবেক্ষক প্রতাপ নায়ক প্রমুখ৷ ফেডারেশনের ডাকে ডায়মন্ড হারবারে প্রথম মহকুমা স্তরের এই সম্মেলনে প্রেক্ষাগৃহ ভরে ওঠে সরকারি কর্মচারীদের উপস্থিতিতে৷
আরও পড়ুন-কামব্যাক বাগদা, রানাঘাটে তৃণমূলেই মতুয়া ভোট
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার আহ্বান জানানো হয় সরকারি কর্মচারীদের৷ পাশাপাশি আগামী বিধানসভার ভোটে সব জায়গায় যাতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়লাভ করতে পারে তার একটি রূপরেখা তৈরি হয় এই সম্মেলনে৷ আগামী একুশে জুলাইকেও সফল করতে আলোচনা হয়৷ তৃণমূল সরকারের নানা প্রকল্প সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি সরকারি কর্মচারীদেরকে নাগরিক পরিষেবায় আরও মানবিক হয়ে সমস্যা সমাধান করার বার্তা দেওয়া হয় সম্মেলন থেকে৷