প্যারিস, ২৭ ফেব্রুয়ারি : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর বিশ্বের দ্বিতীয় ফুটবলার হিসেবে ইউরোপীয় ক্লাব ফুটবলে ৭০০ গোলের নজির লিওনেল মেসির। ফরাসি লিগের ম্যাচে মার্সেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। ২৯ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করার সঙ্গে সঙ্গেই মেসি এই নজির গড়েন। বার্সেলোনার জার্সিতে মেসির গোলসংখ্যা ৬৭২টি। পিএসজির হয়ে গোল করেছেন ২৮টি।
আরও পড়ুন-বিধায়ক হত্যাকাণ্ডের মূল সাক্ষী খুনের অভিযুক্তকে এনকাউন্টারে মারল যোগীরাজ্যের পুলিশ
প্রসঙ্গত, ইউরোপীয় ক্লাব ফুটবলে রোনাল্ডোর মোট গোলসংখ্যা ৭০১। তিনি এখন আর কোনও ইউরোপের ক্লাবে নেই। খেলছেন সৌদি ক্লাব আল নাসেরের হয়ে। ফলে আর মাত্র দু’টি গোল করলেই রোনাল্ডোকে টপকে যাবেন মেসি। মার্সেইয়ের বিরুদ্ধে ২৫ মিনিটে মেসির পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দিয়েছিলেন এমবাপে। চার মিনিট পরেই এমবাপের পাস থেকে মেসির গোল।
আরও পড়ুন-আত্তীকরণ সূত্রে সমৃদ্ধি অর্জন
এই গোলের পর পিএসজি ফুটবলারদের লক্ষ্য করে গ্যালারি থেকে জলের বোতল ও স্মোক বম্ব ছুঁড়তে থাকেন মার্সেই সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন নিরাপত্তারক্ষীরা। তাঁদের হাতে ছিল ঢাল। মেসিরা যাতে আহত না হন, সেদিকে নজর রাখছিলেন তাঁরা। তবে ম্যাচ বন্ধ হয়নি। ৫৫ মিনিটে তৃতীয় গোল করেন এমবাপে। এই জয়ের সুবাদে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষে রইল পিএসজি।
আরও পড়ুন-ভারত সফরে আসছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট
এদিকে, মেসির রেকর্ডের রাতেই হেরে গিয়েছে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনা। লা লিগায় আলমেইরার কাছে ০-১ গোলে হেরেছে বার্সা। ম্যাচের ২৪ মিনিটে আলমেইরার হয়ে একমাত্র গোলটি করেন এল বিলাল তোরে। এরপর অনেক চেষ্টা করেও আর গোল শোধ করতে পারেননি রবার্ট লেয়নডস্কিরা। তবে হেরে গেলেও লিগের শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সা (২৩ ম্যাচে ৫৯ পয়েন্ট)।