রোনাল্ডোর গোলের রেকর্ড ভাঙলেন মেসি

তবে ৮৯ মিনিটে ১-২ করে দিয়েছিলেন মঁপেলিয়ারের নরডিন। কিন্তু ইঞ্জুরি টাইমে গোল করে পিএসজির তিন পয়েন্ট নিশ্চিত করেন এমেরি।

Must read

প্যারিস, ২ ফেব্রুয়ারি : ছন্দে পিএসজি। মঁপেলিয়ারকে ৩-১ গোলে হারিয়ে ফরাসি লিগের শীর্ষস্থান (২১ ম্যাচে ৫১ পয়েন্ট) ধরে রাখল তারা। আর এই ম্যাচেই ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেললেন লিওনেল মেসি। এদিন গোল করে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের খেলোয়াড়দের মধ্যে সব টুর্নামেন্ট মিলিয়ে সর্বোচ্চ গোলের মালিক এখন মেসি (৬৯৭টি গোল)। তিনি টপকে গেলেন রোনাল্ডোর ৬৯৬ গোলের নজিরকে।

আরও পড়ুন-ফের বিচারপতির তোপের মুখে সিবিআই আধিকারিকরা

তবে এমন দিনেও পিএসজিকে চিন্তায় রাখছে কিলিয়ান এমবাপের চোট। ২১ মিনিটে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। তার আগে এমবাপের চোট চিন্তায় রাখছে কোচ ক্রিস্তোভ গালতিয়েরকে। ম্যাচের ১০ মিনিটেই পেনাল্টি আদায় করে নিয়েছিল পিএসজি। কিন্তু এমবাপের নেওয়া শট বাঁচিয়ে দেন মঁপেলিয়ারের গোলরক্ষক। যদিও এমবাপে শট নেওয়ার আগেই বিপক্ষের এক ফুটবলার বক্সে ঢুকে পড়ায় ফের পেনাল্টি নেওয়ার নির্দেশ দেন রেফারি। কিন্তু এবারও এমবাপের শট পোস্টে লেগে প্রতিহত হয়।

আরও পড়ুন-ভাঙনরোধে তৎপর জেলা প্রশাসন

এর কিছুক্ষণ পরেই চোট পেয়ে মাঠ ছাড়েন এমবাপে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। তবে ৫৫ মিনিটে মেসির পাস থেকে গোল করে পিএসজিকে এগিয়ে দেন ফাবিয়ান লুইজ। ৭২ মিনিটে মেসি নিজেই গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। তবে ৮৯ মিনিটে ১-২ করে দিয়েছিলেন মঁপেলিয়ারের নরডিন। কিন্তু ইঞ্জুরি টাইমে গোল করে পিএসজির তিন পয়েন্ট নিশ্চিত করেন এমেরি।

Latest article