মেসি-জ্বরে আক্রান্ত বাংলা, তৈরি জার্সি, সন্দেশ

রবিবার হবে মহারণ। আর্জেন্টিনা বনাম ফ্রান্স। বিশ্বকাপ ফুটবল নিয়ে তাই উত্তেজনা তুঙ্গে। আবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা।

Must read

প্রতিবেদন : রবিবার হবে মহারণ। আর্জেন্টিনা বনাম ফ্রান্স। বিশ্বকাপ ফুটবল নিয়ে তাই উত্তেজনা তুঙ্গে। আবার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আর এখন আর্জেন্টিনা মানেই লিওনেল মেসি। তাঁকে দলের মসিহা বলা হচ্ছে। এই তাঁর শেষ বিশ্বকাপ। তাই তাঁর হাতেই বিশ্বকাপ দেখতে চাইছে ভক্তরা। বাঙালি এখন দুটো ভাগে— ব্রাজিল ও আর্জেন্টিনা।

আরও পড়ুন-বৈঠকে মিলেছে সমাধান

দুর্ভাগ্যক্রমে ব্রাজিল কোয়ার্টার ফাইনালেই বিদায় নিয়েছে। ব্রাজিল সমর্থকেরা মনমরা হয়ে গিয়েছেন। বিপরীতে চাঙ্গা আর্জেন্টিনার সমর্থকরা। ইতিমধ্যেই আর্জেন্টিনার জার্সি এবং মেসির ছবিতে চারিদিকে ছয়লাপ। মেসির ১০ নম্বর জার্সির এত চাহিদা যে জার্সি জোগান দিতে গিয়ে নাকানিচোবানি খাচ্ছে অ্যাডিডাসের মতো সংস্থা। পাড়ায় পাড়ায় আর্জেন্টিনার সমর্থকেরা ঝুলিয়ে দিয়েছে বিশাল পতাকা, হোর্ডিং। ফাইনাল ম্যাচ দেখার জন্য বসছে জায়ান্ট স্ক্রিন। অন্যভাবেও মেসি-ভক্তদের উদযাপন চলেছে। বাঙালি মিষ্টি-ভক্ত। তাই নীল-সাদা সন্দেশ আর রসগোল্লা তৈরি হচ্ছে আর্জেন্টিনার সমর্থকদের জন্য। হাওড়ার এক মিষ্টির দোকান তো ১৭ কেজি ক্ষীর দিয়ে তৈরি করেছে মেসির বিরাট মূর্তি। আর্জেন্টিনা জিতলে মেসি-ভেঙে মিষ্টিমুখ করেই হবে বিজয়োৎসব পালন।

Latest article