মায়ামি, ১৪ এপ্রিল : গোল পেলেন না লিওনেল মেসি। মেজর লিগ সকারে টানা দ্বিতীয় ম্যাচ ড্র করল ইন্টার মায়ামি। সোমবার শিকাগোর বিরুদ্ধে মায়ামির অ্যাওয়ে ম্যাচ শেষ হয়েছে গোলশূন্যভাবে। দুর্ভাগ্য মেসির। ফ্রি-কিক থেকে দু’বার তাঁর শট ক্রসবার কাঁপিয়ে ফিরে এল। ফলে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয়েছে মেসিকে। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের খেলা দেখতে শিকাগোর স্টেডিয়াম সোলজার ফিল্ডে উপস্থিত হয়েছিলেন প্রায় ৬৩ হাজার ফুটবলপ্রেমী! যা নতুন রেকর্ড।
আরও পড়ুন-”আইন হাতে তুলে নেবেন না” কালীঘাট স্কাইওয়াক উদ্বোধন করে শান্তি বজায় রাখার অনুরোধ মুখ্যমন্ত্রীর
খেলার তৃতীয় মিনিটেই মেসির জোরালো শট কোনওরকমে বাঁচান শিকাগো গোলকিপার। ৬৩ মিনিটে ফের গোল থেকে বঞ্চিত হন মেসি। এবার তাঁর নেওয়া ফ্রি-কিক বিপক্ষ গোলকিপারের হাতে লাগার পর, ক্রসপিসে লেগে ফিরে আসে। ৮৫ মিনিটেও একই দৃশ্য। এবার মেসির অসাধারণ ফ্রি-কিক শিকাগো গোলকিপারকে পরাস্ত করেও, ক্রসপিসে লেগে প্রতিহত হয়। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফের গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন মেসি। কিন্তু এবার তাঁর শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
এদিকে, পরপর দুটো ড্রয়ের পর, মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার চার নম্বরে আটকে রইল ইন্টার মায়ামি। ৭ ম্যাচে ৪টি জয় ও ৩টি ড্রয়ের সুবাদে মেসিদের পয়েন্ট আপাতত ১৫। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে কলম্বাস। আগামী ১৯ এপ্রিল এই কলম্বাসের বিরুদ্ধে মেসিদের পরের ম্যাচ। সেদিন জিতলে, পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রয়েছে।