হায়দরাবাদ, ১৩ ডিসেম্বর : আয়োজক বেসরকারি সংস্থার অপদার্থতায় যুবভারতীয় অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা। লিওনেল মেসি অবশ্য শনিবার দুপুরের বিমানেই কলকাতা ছেড়ে বিকেলে হায়দরাবাদ পৌঁছে গেলেন। সেখানকার রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত আটটা থেকে ৫৩ মিনিটে মোট আটটি অনুষ্ঠানে অংশ নিলেন। এর মধ্যে অন্যতম ছিল ‘গোট কাপ’ নামের একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন।
আরও পড়ুন-যুবভারতীর বিপুল ক্ষতিতে উঠছে প্রশ্ন, দায় এড়াল ফেডারেশন ও আইএফএ
মেসির সঙ্গে ছিলেন তাঁর ক্লাব সতীর্থ তথা উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ এবং জাতীয় দলের সতীর্থ রডরিগো ডি’পল। রাত নটায় স্টেডিয়াম ছাড়েন তিনি। এরপর তিনি যান স্থানীয় ফলকনামা প্যালেসে। সেখানে বাছাই করা খ্যাতনামাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। রাতটা হায়দরাবাদে কাটিয়ে রবিবারই মুম্বইয়ে উড়ে যাবেন বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ক। মুম্বইয়ের অনুষ্ঠানের পর, সোমবার দিল্লি যাবেন মেসি। দিল্লির অনুষ্ঠানের পরেই দেশে ফেরার বিমান ধরবেন। এদিকে, মেসির হায়দরাবাদ সফরে ছিল বাড়তি নিরাপত্তার ঘেরাটোপ। নির্দিষ্ট অনুমতিপত্র ভাল করে খতিয়ে না দেখে কাউকে মেসির ধারেকাছে যেতে দেওয়া হয়নি।

